ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আজ বিবিসি বাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

তরুণদের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান বিবিসি বাজ আজ রাত ৯টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে। এই পর্বের মূল আয়োজন ‘বিতর্ক’।

বিষয় : ‘পারিবারিক বন্ধনের শিথিলতাই কি দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাবার নেপথ্য কারণ?’ বিতর্ক আলোচনায় উঠে আসবে বাংলাদেশে যৌথ পরিবারের শিথিলতার জন্যই বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধির প্রবণতা।

এছাড়া আজকের বিবিসি বাজে থাকছে জাতীয় চ্যাম্পিয়ন সাঁতারুদের গ্রাম নিয়ে আনসিন ওয়ার্ল্ড। এছাড়া বিজ্ঞাপনচিত্র নির্মাতা অমিতাভ রেজাকে নিয়ে সেলিব্রেটি রিপোর্ট, একজন গার্মেন্ট মার্চেন্ডাইজারের প্রাত্যহিক জীবন নিয়ে ডে ইন দা লাইফ, একটি টিভি স্টেশনে ইন্টারভিউ দেয়া নিয়ে দ্যা অ্যামেজিং অ্যাডভেঞ্চার অফ রিংকু এবং ‘অফিসে কী বলা বা করা উচিত না’ তা নিয়ে পরামর্শ। রয়েছে পার্থিবের মিউজিক।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের তৈরি এই বিবিসি বাজ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে এবং পুনঃপ্রচার হচ্ছে সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৩৯, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।