ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছেলের মা হলেন রিচি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

অভিনয়শিল্পী রিচি সোলায়মান প্রথমবারের মতো মা হলেন। না, এটি নাটকের কোনও চরিত্রে নয়, সত্যি সত্যি মা হয়েছেন তিনি।

বছর দুয়েক আগে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে রাশেকুর রহমান মালিককে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। পরিকল্পনামতো তিনি এখন সন্তান নিয়েছেন ।

১ অক্টোবর শুক্রবার নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রিচি সন্তানের জন্ম দেন। রিচির ছোট ভাই ফাহিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘রিচি ও নবজাতক দুজনই সুস্থ আছে। তবে  তাদের আরও সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হবে। ’

রিচি ছেলের নাম রাখা হয়েছে রায়ান রিদোয়ান মালিক। উল্লেখ্য, গত জুলাই মাসে রিচি নিউ ইয়র্কে যান। এখন তার সঙ্গে আছেন মা, বড় ভাই, ভাবি এবং শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন। এ বছরের শেষের দিকে  রিচি  দেশে ফিরবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৩০, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।