ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দ্বিতীয় সপ্তাহেও শীর্ষে ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

ফেসবুকের কাহিনী নিয়ে নির্মিত পরিচালক ডেভিড ফিনশারের ‘দি সোশ্যাল নেটওয়ার্ক’ চলচ্চিত্রটি দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্রের বক্স অফিস তালিকায় শীর্ষ স্থান দখল করে আছে।

ইন্টারনেটের সামাজিক মেলবন্ধনের এক জনপ্রিয় মাধ্যম ফেসবুকের ব্যবহারকে অবলম্বন করে তৈরি করা ছবির কাহিনী লিখেছেন আরোন সরকিন।

এতে অভিনয় করেছেন জাস্টিন টিম্বারলেক এবং নবাগত জেসি আইজেনবার্গ।

চলচ্চিত্রটিতে লেখক এই আলোচিত ওয়েবসাইটটির স্রষ্টা মার্ক জুকেরবার্গ এবং হার্ভার্ডের তার কয়েকজন অনুগত ছাত্রের সঙ্গে আইনগত দ্বন্দ্বের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। বন্ধুদের অভিযোগ জুকেরবার্গ তাদের আইডিয়া চুরি করেছিলেন।

দ্বিতীয় সপ্তাহে এই চলচ্চিত্রটি সাড়ে ১৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার শীর্ষে রয়েছে আর দ্বিতীয় স্থানে আছে রোমান্টিক কমেডি ‘লাইফ এজ উই নো ইট’। এটি আয় করেছে সাড়ে ১৪ মিলিয়ন মার্কিন ডলার। ১২.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তৃতীয় স্থানে আছে ‘সেক্রেটারিয়েট’।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬০০, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।