ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জাহিদ হাসানের ‘হাতের রেখা কথা বলে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

নন্দিত অভিনেতা জাহিদ হাসান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘হাতের রেখা কথা বলে’। এটিএন বাংলায় ধারাবাহিকটির মাত্র ৪টি পর্ব প্রচার হয়েছে, এখন চলছে পঞ্চম পর্ব।

তবে এরই মধ্যে জমে উঠেছে নাটকের গল্প।   কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র নির্মাণের। ‘গিরগিটি’ নামের এ ছবিটি নিয়ে বর্তমানে প্রস্তুতির মধ্যে আছেন তিনি।   আপাতত তার ব্যস্ততা ‘হাতের রেখা কথা বলে’ ধারাবাহিকটি নিয়েই।

হস্তরেখাবিদ হারাধনের হাত দেখার ধরন সত্যিই বিস্ময়কর। জ্যোতিষী হারাধন শুধু জীবিত নয় মৃত মানুষের হাত দেখে অবলীলায় বলে দেয় নির্ভুল অতীত। এ কথা কারো অজানা নয়। তবে জটিলতা বাঁধে, বিশ্বনাথ ঠাকুরের লাশ দাহ করার জন্য যখন শ্মশানের দিকে নিয়ে যায়। হারাধন মৃত বিশ্বনাথের হাত দেখতে চায়। হাত দেখে হারাধন জানায় এক ভয়াবহ তথ্য। এ কোনও সাধারণ মৃত্যু নয়, তাকে কৌশলে হত্যা করা হয়েছে। বাড়তে থাকে জটিলতা। এদিকে হারাধনের সুখ্যাতি বাড়তে থাকে। এদিকে শহরের বাদাইম্যা রতন ভালোবাসে চুমকিকে। চুমকি রতনকে মনেপ্রাণে ভালোবাসে কিনা জানতে চাইলে বেরিয়ে আসে রহস্যজনক ঘটনা।

গল্পের শেষে এসে এক নাটকীয়তার অবতারণা হয়। সবাই জ্যোতিষী হারাধনকে প্রস্তাব দেয় তার নিজের হাত দেখে ভবিষ্যত গণনার। হারাধন নিজের হাত দেখে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। সে জানায়; আমার সময় শেষ, আজ রাতেই ঘনিয়ে আসবে আমার মৃত্যু।

এমন এক নাটকীয় গল্প নিয়ে নাটকটি লিখেছেন আলী ইমরান এবং পরিচালনা করছেন জাহিদ হাসান। এখানে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদী, আজিজুল হাকিম, মীর সাব্বির, কুসুম সিকদার, তুষার খান, দিনার, আলভী, জ্যোতিকা জ্যোতি, মারজুক রাসেল, ফকরুল হাসান বৈরাগী, মায়া ঘোষ, জাহিদ হাসানসহ অনেকে। ধারাবাহিক নাটক ‘হাতের রেখা কথা বলে’ প্রচার হচ্ছে এটিএন বাংলায় প্রতি বৃহস্পতি এবং শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে।  

জাহিদ হাসানের পরিচালনায় প্রথম ছবির চিত্রনাট্য এরই মধ্যে চুড়ান্ত করা হয়েছে। ‘গিরগিটি’ নামের ছবিতে কারা অভিনয় করছেন তা এখনো চুড়ান্ত করা হয় নি। জাহিদ হাসান জানালেন, পুরো বিষয়টিই এখনো প্রস্তুতির মধ্যে আছে। পরিকল্পনা রয়েছে আগামী বছরের মাঝামাঝি নাগাদ ছবিটির কাজ শুরু করার।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১০  অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।