ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মঞ্চে ফিরলেন কিরা নাইটলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

আবারও মঞ্চে আসছেন কিরা নাইটলি। তাকে শেষ বার দেখা গিয়েছিল কমেডি থিয়েটারের ‘দ্য মিসানথ্রোপে’।

এবার ওয়েস্ট এন্ডের নতুন প্রযোজনা ‘দ্য চিল্ড্রেন আওয়ারে’ তিনি অভিনয় করবেন মেয়েদের একটি আবাসিক স্কুলের শিক্ষিকা হিসেবে।

নাইটলির এই নাটকটি দেখা যাবে আগামী বছরের শুরুতে। তার সঙ্গে
থাকবেন বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ মস। ওয়েস্ট এন্ডে মসের নতুন অভিনয় হলেও তিনি সিনেমায় বেশ নাম কুড়িয়েছেন। তার সিনেমার তালিকায় রয়েছে ‘গেট হিম টু দ্য গ্রিক’, ‘ডিড ইউ হেয়ার এবাউট দ্য মরগানস?’ এবং ‘গার্ল ইন্টারাপ্টেটেড’। এছাড়া রাজকুমারী ডায়ানাকে নিয়ে নির্মিতব্য একটি চলচ্চিত্রে তাকে দেখা যেতে পারে ডায়ানার চরিত্রে।

এই নাটকটিতে স্কুলের এক বদরাগী ছাত্রী নাইটলি এবং মসকে সমকামিতার অভিযোগে অভিযুক্ত করবে।

১৯৩৪ সালে লিখিত লিলিয়ান হেলমানের নাটক ‘দ্য চিল্ড্রেন আওয়ার’ লন্ডনের ন্যাশনাল থিয়েটার মঞ্চস্থ করেছিল ১৯৯৪ সালে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২০, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।