ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ব্রিটেনের তালিকায় ‘ডেসপিকেবল মি’ শীর্ষে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

চাঁদ চুরির হাস্যরসাত্মক গল্প নিয়ে তৈরি এ্যনিমেশন ছবি ‘ডেসপিকেবল মি’ এখন ব্রিটেনের চলচ্চিত্র তালিকায় শীর্ষে। বাজারে এসেই আয় করেছে সাড়ে তিন মিলিয়ন পাউন্ডের বেশি।

ছবিটিতে কণ্ঠ দিয়েছেন স্টিভ কারেল, জুলি এন্ড্রুস এবং রাসেল ব্রান্ড।

ফেসবুক কাহিনী নিয়ে তৈরী ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ঠিক নিচেই রয়েছে ‘ভ্যাম্পায়ারস সাক’।

গত সপ্তাহে তালিকার শীর্ষে থাকা ওয়াল স্ট্রিট সিকুয়্যাল এখন নেমে এসেছে চতুর্থ স্থানে। আর ক্যাথেরিন হেগলের নতুন ছবি ‘লাইফ এজ উই নো ইট’ রয়েছে পঞ্চমে। একে অনুসরণ করছে বেন এফল্যাকের দ্বিতীয় ছবি ‘দ্য টাউন’।

১৯৬৮ সালে ফোর্ডের ডাগেনহাম কারখানায় সংঘটিত ধর্মঘটের বাস্তব ঘটনা নিয়ে নির্মিত ছবি ‘মেড ইন ডাগেনহাম’ অনেকদিন থেকেই সপ্তম স্থানে অবস্থান করছে।

‘দি আদার গাই’ ছবিটি গত সপ্তাহের চতুর্থ স্থান থেকে পিছলে এসে এ সপ্তাহে পড়েছে অষ্টম স্থানে। আর নবম স্থানে রয়েছে ‘দ্য ডেথ অ্যান্ড লাইফ অব চার্লি সেন্ট কাউড’।

শীর্ষ দশের তালিকা পূর্ণ করছে জুলিয়া রবার্টসের নতুন ছবি ‘ইট প্রে লাভ’। গত সপ্তাহে এটি ছিল অষ্টম স্থানে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১০, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।