ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নিরামিষবাদী পামেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বেওয়াচখ্যাত পামেলা এন্ডারসন নিরামিষ ভোজনের ওপর গুরুত্ব বর্ণনা করে সম্প্রতি বক্তৃতা দেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তার প্রচারণার সপক্ষে একটি ভিডিওচিত্র দেখানোর মধ্য দিয়ে শুরু হয় বক্তৃতা।



৪৩ বছর বয়সী এই অভিনেত্রী তার কৈশোর থেকেই নিরামিষ ভোজন করে আসছেন। তার মতে, এই বিষয়টি জীবনে খুবই গুরুত্বপূর্ণ।

তিনি শিক্ষার্থীদের নিরামিষ ভোজনের পরিবেশগত এবং নৈতিক দিকগুলো ব্যাখ্যা করে বলেন, ‘আমি বিশ্বাস করি এটি আমাদের সবার স্বাস্থ্যের জন্যে ভালো। ’

বক্তৃতা দেওয়ার জন্য পামেলা যখন স্টেজে আসেন তখন তার সঙ্গে ছিলেন প্রাণী অধিকার সংরক্ষণবিষয়ক সংস্থা ‘পিপল ফর দি এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিমেলস’র (পেটা) জ্যেষ্ঠ সহ-সভাপতি ডান ম্যাথুস।

পামেলা অনেক দিন ধরেই সংগঠনটির বিভিন্ন প্রচারণামূলক কর্মকান্ডে অংশ নিয়ে আসছেন। বক্তৃতার বিষয়ে তিনি বিবিসিকে জানান, ‘খুব চমৎকার আলোচনা হয়েছিল। সবকিছুই ছিল অবাক করার মতো। সহজেই কীভাবে নিরামিষভোজী হওয়া যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ’

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩০, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।