ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ, হাসপাতালে

রক্তিম দাশ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৬ অক্টোবর মঙ্গলবার রাতে হঠাৎই বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

প্রথম থেকেই তাকে আইসিসিইউতে ভর্তি করা হয়েছে।

ভর্তির সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, ৭২ ঘণ্টা না কাটলে তার শরীর সম্পর্কে কোনও তথ্য দেওয়া যাবে না। তবে ২৭ অক্টোবর বুধবার সকালে তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানান। তারা আরো জানান, শিল্পী সাড়া দিচ্ছেন। এখন তিনি আর সংকটজনক অবস্থায় নেই। তবু তাকে কয়েক দিন সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকতে হবে।

বেশ কিছুতিন ধরেই অসুস্থ বোধ করছিলেন বিশিষ্ট এই শিল্পী। কিন্তু মঙ্গলবার রাতে শরীর বাড়াবাড়ি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বুধবার তাকে দেখতে কলকাতার সঙ্গীতজগতের  বেশ কয়েকজন হাসাপাতালে এসেছিলেন। ফোনেও অনেক শিল্পী-বন্ধু তার খোঁজখবর নেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৪৫  অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।