ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিচারকের আসনেও সেলিনা জেটলি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বেশ আগেই চলচ্চিত্রের খাতায় নাম লেখালেও অনেকেরই হয়তো
জানতে বাকি নেই যে তিনি এ মুহূর্তে মিশরের  ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত আছেন। তবে সেলিনা-ভক্তদের জন্য নতুন খবর, সাবেক এই বিশ্বসুন্দরী ইতোমধ্যে আসন্ন কায়রো চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবেও নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন।

মিশর সেলিনার পছন্দের একটি স্থান। তাই কাজের অবসরে তিনি ছুটে যান পছন্দের সেই জায়গায়।

নতুন এই সুযোগ সেলিনা ভালোভাবেই কাজে লাগাবেন বলে মনে করছেন অনেকে। বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার এই প্রথম। নতুন অভিজ্ঞতা প্রসঙ্গে সেলিনা বলেন, ‘আমি খুবই আনন্দিত এমন একটা সুযোগ পাওয়ায়। আর এ মুহূর্তে বিশ্ব সমাদৃত কায়রো চলচ্চিত্র উৎসবে যথাযথ দায়িত্ব পালন করার অপোয় আছি।

বাংলাদেশ স্থানীয় সময় ২০০৫, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।