ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাংলানিউজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইমন ও শখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

বাংলাদেশের শোবিজের এই সময়ের ব্যস্ত দুই তারকা ইমন এবং শখ । ১ নভেম্বর সোমবার বিকেলে তারা দু`জন বাংলানিউজের কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত হয়েছিলেন।



তারা বাংলানিউজের উদ্বোধনী পর্বের কুইজে বিজয়ী পাঠকদের হাতে ডিজিটাল নোটবুক, ইন্টারনেট মডেম, ফ্ল্যাশ ড্রাইভ, মোবাইল ফোনসেট, ল্যাপটপ ও নগদ অর্থ তুলে দেন।

বিজয়ীরা তাদের মধ্যে ইমন ও শখকে পেয়ে আনন্দিত হন এবং তাদের অটোগ্রাফ সংগ্রহের জন্য ঘিরে ধরেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ইমন ও শখ বাংলানিউজ অফিসে আসেন এবং এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিতি ছিলেন বাংলানিউজের ফিচার সম্পাদক সৈকত হাবিব ও বিনোদন সম্পাদক বিপুল হাসান। দুই তারকাশিল্পী বাংলানিউজ অফিস ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তারা এমন একটি আয়োজনের জন্য বাংলানিউজকে ধন্যবাদ জানান এবং আগামীতেও বাংলানিউজের বিভিন্ন কার্যক্রমের সঙ্গী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১০, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।