ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে শনিবার নন্দিতার রবীন্দ্র সংগীত পরিবেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

ঢাকা: ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার শনিবার সন্ধ্যা সাতটায় নন্দিতা ইয়াসমীনের একক রবীন্দ্র সংগীত পরিবেশন আয়োজন করেছে।

ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



নন্দিতা ইয়াসমীন ৫ বছর বয়সে রবীন্দ্র সংগীত শেখা শুরু করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। তার প্রথম অ্যালবাম ‘বাজাও স্বর্ণবীনা’ ২০০৮ সালে প্রকাশ হয়।

নন্দিতা ইয়াসমীন ঢাকা ও কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

গুলশান ১-এর ২৪ নম্বর সড়কে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের অবস্থান। শনিবারের এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।