ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঢাবির টিএসসিতে চলছে নাট্যোৎসব

তোফাজ্জল লিটন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০

‘ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ম বার্ষিক নাট্যোৎসব ২০১০’  শুরু হয়েছে  ৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে। ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের  মিলনায়তনে [টিএসসি] শুরু হওয়া এ উৎসব উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ আ ম স আরেফিন সিদ্দিক। রহমত আলীর সভাপতিত্ত্বে আলোচনা শেষে ঢাবি’র নাট্যকলা বিভাগের ‘মধ্যমব্যায়োগ’ নাটকের মাধ্যমে শুরু হয় নাটক পর্ব।

এ উৎসবে প্রথম বারের মতো অংশ নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের [রাবি] সঙ্গীত ও নাট্যকলা বিভাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের [জাবি] নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। তাছাড়া থাকবে উৎসবের আয়োজক ঢাবি’র নাট্যকলা বিভাগের নাটকও। এখানে মঞ্চস্থ হবে মোট ৪টি নাটক ।

প্রথম দিন মঞ্চস্থ হওয়া ‘মধ্যমব্যায়োগ’ নাটকের নির্দেশনা দিয়েছেন ওয়াহিদা মল্লিক।   প্রাচীন ভারতীয় সংস্কৃত সাহিত্যের বিখ্যাত নাট্যকার ভাস রচিত ‘মধ্যমব্যায়োগ’ নাটক দেখা শেষে দর্শকদের মধ্যে নাট্যজন ঝুনা চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ এবং সুবর্ণা মুস্তফা তাদের ভাল লাগার কথা প্রকাশ করেন।

সুবর্ণা মুস্তফা নাটকটি দেখে কাজী তামান্না হক, ফাহমিদা সুলতানা এবং ইরা আহমেদের অভিনয়ের প্রশংসা করেন। এ নাটকে আরো অভিনয় করেছেন মাহবুবর রহমান, নাহিয়ান আহমেদ, চম্পা তালুকদার, তাহমিনা ইসলাম, তারিক ইব্রাহিম, নুসরাত জাহান প্রমুখ।

‘মধ্যমব্যায়োগ’ নাটকের প্রদর্শনী চলবে ৬ নভেম্বর পর্যন্ত। এছাড়া  ড. ইসরাফিল শাহীনের নির্দেশনায় ৭ থেকে ৯ নভেম্বর মঞ্চস্থ হবে বার্টল্ট ব্রেখট এর ‘দ্য মেজারস টেকেন’ অবলম্বনে নাটক ‘সিদ্ধান্ত’। ১০ নভেম্বর মঞ্চস্থ হবে রাবির সঙ্গীত ও নাট্যকলা বিভাগের  নাটক ‘এলেবেলে’। এটি রচনা করেছেন জিয়া হায়দার এবং নির্দেশনা দিয়েছেন মনোজ কুমার প্রামাণিক।

১১ নভেম্বর মঞ্চস্থ হবে জাবির নাট্যতত্ত্ব বিভাগের  নাটক ‘রহু চন্ডালের হাড়’। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে এটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ ।

নাটকের প্রদর্শন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায়। উৎসব  শেষ হবে ১১ নভেম্বর।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৩২০, নভেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।