ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গোলমাল-থ্রি ভারতীয় বক্স অফিসে শীর্ষে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

এবারের দীপাবলিতে বেশ শোরগোল তুলেছে অজয়-কারিনা-তুষারের ‘গোলমাল-থ্রি’। মানে এটি এখন ভারতের বক্স অফিসের শীর্ষে।

আর পেছনে পড়ে গেল অক্ষয়-ঐশ্বরিয়ার ‘একশন রিপ্লে’।

রোহিত শেট্টি পরিচালিত ‘গোলমাল-থ্রি’ ছবির টিকিট বিক্রির হার এখন বিপুল শাহ পরিচালিত ‘একশন রিপ্লে’-র তুলনায় চল্লিশ ভাগ বেশি।

ফারস ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক মাহি গোলচিন-দিপালার মতে, দর্শকরা ‘গোলমালেই’ বেশি মজেছেন। ‘গোলমালের’ এই সিরিজে দর্শকরা যা চেয়েছেন তাই যেন মিলেছে। আর দর্শক মাতানোর এই প্রতিযোগিতায় ‘একশন রিপ্লে’ বেশ পিছিয়ে গেছে।

বহুপ্রত্যাশিত হাস্যরসাত্মক ছবি ‘একশন রিপ্লে’ সম্প্রতি এর ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছে দুবাইয়ে। সবার দৃষ্টি আকর্ষণ করতে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া ও অক্ষয়। উদ্দেশ্য একটাই, ‘গোলমাল’ থামানো। কিন্তু ঘটেছে উল্টো।

দীপাবলি ও ঈদকে সামনে রেখে বলিউডের যত হিসাব-নিকাশ। গেল রোজার ঈদে বাজার ধরেছিল ‘দাবাঙ’। গত বছর সেই একই সময়ে দর্শক টেনেছিল ‘দ্য বেস্ট’। তারও আগে ছিল ‘গজনি’ ও ‘ওম শান্তি ওম’।

তবে এবার ‘গোলমাল-থ্রি’র দর্শক-সাফল্য নিশ্চিতভাবে চিন্তায় ফেলেছে ‘একশন রিপ্লে’র কলাকুশলী সবাইকে।

বাংলাদেশ স্থানীয় সময় ০০৫০, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।