ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে শাফিনের ‘রিদম অব লাইফ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

পঁচিশ বছরের সাজানো ঘর ভেঙ্গে চুরমার করে গত বছর মাইলস থেকে আলাদা হয়ে যান শাফিন আহমেদ। গড়ে তোলেন নিজের ব্যান্ডদল ‘রিদম অব লাইফ’।

তরুণ কজন মেধাবী মিউজিশিয়ানকে নিয়ে শাফিন দাঁড় করিয়েছেন এই ব্যান্ডদলটি। ব্যান্ডের সদস্যদের যৌথ প্রয়াসে ‘রিদম অব লাইফে’র প্রথম অ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বছরের মধ্যেই রিদম অব লাইফের প্রথম অ্যালবাম বের হবে বলে আশা প্রকাশ করেছেন দলের প্রতিষ্ঠাতা ও ভোকাল শাফিন আহমেদ। তবে অ্যালবাম বের হওয়ার আগেই ভক্তরা শাফিন ও তার দলকে দেখতে পাবেন স্যাটেলাইট চ্যানেলে। এনামুল করিমের প্রযোজনায় দিগন্ত টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে রিদম অব লাইফের একক সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে শাফিন আহমেদের নতুন ব্যান্ড ‘রিদম অব লাইফ’ পরিবেশন করবে তাদের জনপ্রিয় ৩টি গান। এছাড়া থাকছে মাইলসে থাকা অবস্থায় শাফিনের নিজের সুর ও সঙ্গীতে জনপ্রিয় ২টি গান। এ ব্যাপারে জানতে চাওয়া হলে শিল্পী শাফিন আহমেদ জানান, ‘দর্শকদের ভালো লাগবে নতুন-পুরাতন এমন গানগুলোই গাওয়ার চেষ্টা করেছি, আশা করি অনুষ্ঠানটি দর্শকরা উপভোগ করবেন। এছাড়া দর্শকদের সামনে ‘রিদম অব লাইফ’কে পরিচয় করিয়ে দেওয়ারও একটা ব্যাপার ছিল। অনুষ্ঠানটির নির্মাতা এনাম অনেক দিনের পরিচিত বলে তার অনুরোধে কাজটি করতে রাজী হই।

‘রিদম অব লাইফ’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টায়। পুনঃপ্রচারিত হবে পরদিন দুপুর ১টা ৩০ ও রাত ১২টায়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৩০, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।