ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কমিউনিটি সেন্টারের খোঁজ-খবর

যাকারিয়া ইবনে ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১১
কমিউনিটি সেন্টারের খোঁজ-খবর

বিয়ে মানেই শতশত লোকের মিলনমেলা জাঁকজমকপূর্ণ আয়োজন আর জমকালো অনুষ্ঠান৷ খাওয়া-দাওয়া হৈচৈ আর আনন্দ৷ একটা সময় ছিল যখন নিজ বাড়ির আঙিনা, পাশের খোলার মাঠে কিংবা সামনের প্রশস্ত পথ আটকে বিয়ের অনুষ্ঠান করা যেত৷

যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর দ্রুততম নগরায়নের কারণে স্থান সংকট দেখা দিয়েছে  বদলেছে সময়৷ তাই মানুষ এখন বিয়ে অনুষ্ঠানের ভেন্যু হিসেবে বেছে নিচ্ছে কমিউনিটি সেন্টার, ক্লাব,  হোটেল   ও হলরুমগুলোকে। কমিউনিটি সেন্টার বা হোটেলগুলোতে খরচ একটু বেশি হলেও সবকিছু পাওয়া যায়, কাছাকাছি এবং মানসম্মত৷ এছাড়া আজকাল বিভিন্ন ক্লাব, চাইনিজ রেস্টুরেন্টেও বিয়ের আয়োজন করা হয়।

 

নিয়ম-কানুন

কমিউনিটি সেন্টার হোটেল, ক্লাব সব ভেন্যুরই রয়েছে নিজস্ব কিছু নিয়ম-কানুন৷ তবে ভাড়ার ক্ষেত্রে সাধারণ নিয়মগুলো প্রায় একই৷ সব সেন্টারগুলোরই থাকে নিজস্ব রেফার, খানসামা, লাইটিং ব্যবস্থা, পানি ব্যবস্থা, বাজার সদাই করে রান্নার আয়োজন ব্যবস্থা৷ এছাড়া ডেকোরেশনের কাজও করে থাকে কর্তৃপক্ষ৷ হল ভাড়া ছাড়া বাকি কাজ করতে পারেন আপনি নিজেই৷ অথবা সবকিছুর দায়িত্ব ছেড়ে দিতে পারন সেন্টারের ওপর৷ তবে ভিন্নতা রয়েছে নামিদামি হোটেল এবং ক্লাবের ব্যাপারে৷ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরাটন হোটেল, সেনাকুঞ্জ, লেডিস ক্লাবের মতো ভেন্যুতে শুধু হল ভাড়া ধরা হয় বাকি দায়িত্ব আয়োজকদের৷ খাবারের জন্য মেনু হিসেবে মূল্য নির্ধারণ করা৷ তাই খরচ নির্ধারিত হয় লোক সংখ্যার ওপর৷ এছাড়া ১৫ শতাংশ ভ্যাট তো রয়েছেই৷

খরচাপাতির কথা

সাধারণ মানের কমিউনিটি সেন্টারগুলোতে মান ও লোকসংখ্যা ধারণ ক্ষমতার ওপর হল ভাড়া নির্ধারণ করা হয়৷ এক্ষেত্রে ছোট আয়তনের হলে ধারণ ক্ষমতা অর্থাত্ একসঙ্গে লোক বসতে পারে ২০০ থেকে ৩০০৷ ভাড়া ১৩ হাজার থেকে ১৮ হাজার টাকা৷ খাবার বাদে অন্যান্য খরচ মিলিয়ে ২৮ থেকে ৩৮ হাজার টাকা৷ মাঝারি আয়তনের ধারণ ক্ষমতা ৩০০ থেকে ৩৫০ জন৷ ভাড়া ১৯ থেকে ২৬ হাজার৷ সেইসঙ্গে আনুষঙ্গিক খরচ৷ বড় আয়তনের হলে ধারণ ক্ষমতা ৫০০ থেকে ৮০০ জন৷ ভাড়া ১৮ থেকে ২২ হাজার টাকার মধ্যে৷

এছাড়াও আরও অভিজাত হোটেল বা ক্লাবের খোঁজখবর নিচে দেয়া হল৷

*সেনাকুঞ্জ ট্রাস্ট মিলনায়তন, ঢাকা সেনানীবাস, ফোন : ৮৭৫০০১১

সামরিক ও বেসামরিক লোকদের জন্য ভাড়া ভিন্ন৷ ধারণক্ষমতা ৬৫০ জন৷ লাইটিং ও ব্যাটারি আলাদা চার্জ

*হোটেল সোনারগাঁ, কারওয়ান বাজার, ঢাকা, ফোন : ৮১১১০০৫

ধারণক্ষমতা ৭০০ জন, ভাড়া ২ লাখ৷ খাবার নিম্নে ১ হাজার ৫০০

*ঢাকা অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, ঢাকা, ফোন : ৯৩৪৬৬৭৭

হল রুমের ধারণক্ষমতা ৬০০৷ ভাড়া দেয়া হয় খোলা প্রাঙ্গণটিও৷ প্যান্ডেল নিজ খরচ৷

*রেডিসন হোটেল, এয়ারপোর্ট রোড, ক্যান্টনমেন্ট, ফোন : ৮৭৫৪৫৫৫।

ধারণক্ষমতা ৫০০

*বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শেরেবাংলা নগর, ফোন: ৯১০০০১৪-১৫

হল সংখ্যা তিনটি, ধারণক্ষমতা ৫০০

*লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা, ফোন : ৯৩৪০৬১৭

ধারণক্ষমতা ৪০০, হল ভাড়া ৪৬ হাজার টাকা৷

*হোয়াইট হল, হলের ভাড়া ৫০,০০০ টাকা, ফোন-৮১৫৫১৩

*সূচনা কমিউনিটি সেন্টার, ফ্লোর ভাড়া ৩১,৪৫০ টাকা, ফোন-৯১১৮০৫২

*সোহাগ কমিউনিটি সেন্টার, ৯১ নিউ ইস্কাটন রোড, ঢাকা, ফ্লোর ভাড়া ৪০ হাজার টাকা

ফোন-৯৩৩৮০৬৮।

*স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, ১৯/৭ গুলশান-১, ফোন : ৮৮৫২৩৩৮

*পার্টি সেন্টার, ১/১৩ ধানমণ্ডি, ফোন : ৯১১৫০৬৯।  

*প্রিয়াংকা কমিউনিটি সেন্টার, বাড়ি ৫০/১, রোড ৩/এ ধানমণ্ডি

ফোন : ৯৩৪৮৮১১, ৮৩১৬৬৩৩

*চৌধুরী কমিউনিটি সেন্টার, বাড়ি ৭/১৩, রোড ৫/এ ধানমণ্ডি

*সুগন্ধা কমিউনিটি সেন্টার, বাড়ি ৭/১৩, রোড ৫/এ

*হোয়াইট প্যালেস, বাড়ি ১৩, রোড ১০ ধানমণ্ডি

*উল্লাস কমিউনিটি সেন্টার, বাড়ি ২২, রোড ১০/এ ধানমণ্ডি

*আনন্দ উল্লাস কমিউনিটি সেন্টার, বাড়ি ৭, রোড ১৩ ধানমণ্ডি

*অবকাশ কনভেনশন সেন্টার, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, ঢাকা

*অঙ্গন কমিউনিটি সেন্টার, ৮/৯ আওরঙ্গজেব রোড, মোহাম্মদপুর, ঢাকা

*মালঞ্চ কমিউনিটি সেন্টার, ৪৩/৩ উত্তর যাত্রাবাড়ী, ঢাকা

এছাড়া সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে আরও বেশকিছু কমিউনিটি সেন্টার, সামনে পরিবারের কারও বিয়ে থাকলে কাছাকাছি কমিউনিটি সেন্টারে যোগাযোগ করুন। প্রতিটি জায়গায়ই অনুষ্ঠানের অন্তত একমাস আগে বুকিং দিন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।