ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লাল সবুজে দেশীদশ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১
লাল সবুজে দেশীদশ

এক, দুই করে আজ আমরা স্বাধীনতার ৪০ বছর পুর্ণ করতে যাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত বিজয় দিরস উদযাপনের দ্বারে আমরা সশ্রদ্ধ চিত্তে স্বরণ করছি আমাদের পূর্বসূরীদের।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ০৯ ডিসেম্বর বিকাল ৪টায় বসুন্ধারা সিটি শপিং মল, ব্লক এ, লেভেল ০৭  দেশীদশ প্রাঙ্গনে “লাল সবুজে দেশীদশ” শীর্ষক বিজয় দিবসের পোশাক প্রর্দশনী আয়োজন করা হয়।

এই পোষাক প্রর্দশনীতে দেশীদশ লাল সবুজে বিভিন্ন ধরনের শাড়ি, সালোয়ার কামিজ এবং ছেলে মেয়েদের জন্য ফতুয়া   প্রর্দশন করা হয়।

“লাল সবুজে দেশীদশ” শীর্ষক পোশাক প্রর্দশনী উদ্ধোধন করেন বীরশ্রেষ্ট শহীদ মতিউর রহমান এর স্ত্রী মিলি রহমান।

অনুষ্ঠানে দেশীদশের উদ্যোক্তা সর্বজনাব আশরাফুর রহমান ফারুক, শাহিদ হোসেন শামীম, শাহীন আহাম্মেদ, আবু মো: মতিউজ্জামান, তাহসীনা শাহীন, আজহারুল হক আজাদ, হাসিবুল আহসান তন্ময়, লিপি খন্দকার, কনক আদিত্য, আলী আফজাল এবং জাওয়াদ আরিফ উপস্থিত ছিলেন।

দেশীদশে আগত বিপুল সংখ্যক ক্রেতা-দর্শনার্থী এ ধরনের  অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।