ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জামদানি প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১২
জামদানি প্রদর্শনী

আবহমান বাংলার ঐতিহ্যবাহী বুনন শিল্প, জামদানি শিল্প। বর্তমান সময়ে জামদানি শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ এবং গৃহসজ্জার পর্দা, কুশন ইত্যাদিতে ব্যবহৃত হচ্ছে জামদানি মোটিফ ঐতিহ্যের কারণে এর বহুমুখী ব্যবহার হচ্ছে।

হাতে বোনা শতরঞ্জি, চামড়াশিল্প, জুয়েলারি শিল্পসহ অন্যান্য ক্ষেত্রেও এর ব্যবহার দেখা যায়। জামদানির ঐতিহাসিক গৌরবের ধারাবাহিকতার প্রতি শ্রদ্ধা জানাতে  অঞ্জনস নতুন বছরে এর প্রচার ও প্রসারের পৃষ্ঠপোষকতার প্রেক্ষিতে ১১ দিন ব্যাপি জামদানি বিপণন প্রদর্শনীর আয়োজন করেছে।

৬ জানুয়ারি শুক্রবার চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও বাংলাদেশে প্রাকৃতিক রঙের পথিকৃৎ রুবি গজনবী প্রর্দর্শনীর উদ্বোধন করেন।   অনুষ্ঠানের শুরুতে শিল্পী কাইয়ুম চৌধুরী, রুবি গজনবী, চন্দ্রশেখর সাহা, অঞ্জনস এর শীর্ষ নির্বাহী শাহিন আহম্মেদ জামদানি শিল্পের অতীত, বর্তমান তুলে ধরেন। এই সময় অঞ্জনস এর ক্রেতা ও শুভানুধ্যারীরা উপ¯িত ছিলেন।

রূপগঞ্জের তাঁতীদের ডিজাইনের শাড়ি দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। বিভিন্ন রঙের (৪০০০-৬০,০০০) টাকা পর্যন্ত মূল্যের জামদানি শাড়ি রয়েছে এই আয়োজনে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত অঞ্জনস  এর বনানী শাখায় এই বিপনন প্রর্দশনী চলবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।