ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পিঠা উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২
পিঠা উৎসব

চলছে ১৮তম জাতীয় পিঠা উৎসব

 বাঙালি এমনিতেই উৎসব প্রিয়। আর যেকোন উৎসব-আমেজে পিঠা থাকাটা আমাদের হাজার বছরের আবহমান বাঙালিদের নিজস্ব সংস্কৃতি।

পিঠা প্রেমিদের জন্য প্রতি বছরের মতো এবারও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি প্রাঙ্গনে  চারদিন ব্যাপি জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে।

 ২রা ফেব্রুয়ারি জাঁকজমক পূর্ণ এ পিঠা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বা¯হ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদা”েছর আলী, বিশেষ অতিথি হিসেবে উপ¯িহত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ফ.ম আরেফিন সিদ্দিক,বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিক এছারাও উপ¯িহত ছিলেন বিভিন্ন মিডিয়া ব্যাক্তিত্বরা।

এবারের পিঠা উৎসবে প্রায় ১৫টি স্টল বসেছে। মেলায় পাঠিসাপঠা, নকশি, শামুক, ডিমচিতই, জামাই আদর, কলাবড়া, রাজদৌলা, বিবিখানাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মজাদার স্বাদের প্রায় ৭৫ থেকে ৮০ রকমের পিঠা পাওয়া যা”েছ। এসব পিঠার নামগুলো যেমন বাহারি খেতেও তেমন মজা। জাতীয় পিঠা উৎসব চলবে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।