ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবাসা দিবসের রঙ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২
ভালোবাসা দিবসের রঙ

বিশ্বব্যাপী চিরন্তন ভালবাসা প্রকাশের দিন ১৪ই ফের্রুয়ারী ভ্যালেন্টাইন’স ডে। তরুণ প্রজন্মের কাছে এ দিনটি খুব কাঙ্খিত।

খ্রিস্ট ধর্মযাজক সেইন্ট ভ্যালেন্টাইনের নাম থেকে দিবসের নামের উৎপত্তি হলেও এখন সার্বজনীন ভালোবাসার দিবস হিসেবে পালন করা হয় এই দিনটি।

এখন আর শুধু প্রেমিক-প্রেমিকা নয়, মা-বাবা-ভাই-বোন-বন্ধু সকলের পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশের দিন বিশ্ব ভালোবাসা দিবস। দেশে দেশে এই দিনে ভালোবাসা প্রকাশের নানান রকমফের রয়েছে। ইদানিং বিভিন্ন উৎসব-পাবর্ণে উপহার দেওয়া-নেওয়ার ফ্যাশন ভাবনায় সঙ্গে যুক্ত হয়েছে ভ্যালেন্টাইন’স ডে’ও।

ভালোবাসা দিবসকে উপজীব্য করে করা হয়েছে রঙের ভালবাসা দিবসের বিশেষ আয়োজনে। ভ্যালেন্টাইন’স ফ্যাশনে লাল, নীলসহ উজ্জ্বল রংকে প্রাধান্য দিয়েছে রঙ।   শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। কাজ হয়েছে ব্লক, স্প্রে-ব্লক, স্কিন প্রিন্ট, টাই-ড্রাই, এম্বয়ডারি, এ্যাপলিক। সব পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে ভালোবাসার নানান মোটিফ।

ভালোবাসার বাংলা গান-কবিতা নিয়ে বিশেষ ডিজাইনের যুগল শাড়ি-পাঞ্জাবি, টি-শার্ট ছাড়াও মগ ও কার্ড তৈরি করেছে রঙ। এছাড়া ভালোবাসা গানের নানান ধরনের সিডি সংকলনও পাওয়া যাবে রঙ এ।

বিশ্ব ভালোবাসা দিবসে ক্রেতারা সহজেই প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন রঙের উপহার সামগ্রীর মাধ্যমে।

এছাড়া ভালবাসার প্রকাশ করতে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য রঙ এ রয়েছে গিফট্ ভাউচার। যে কোন শোরুম থেকে ৫০০ থেকে ৫০০০ টাকা মূল্যের এই সব ভাউচার ব্যবহার করে কেনা যাবে পছন্দের উপহার।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।