ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাটওয়াক ও কোরিওগ্রাফি বিষয়ক কর্মশালা

রমেন দাশগুপ্ত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২
ক্যাটওয়াক ও কোরিওগ্রাফি বিষয়ক কর্মশালা

 

চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে সোমবার পারফর্মিং আর্ট অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ট্রিনিটির উদ্যোগে মডেল ক্যাটওয়ার্ক ও কোরিওগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রশিক্ষক ছিলেন ঢাকার ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার শাহারুখ আমীন।

অতিথি ছিলেন সাংবাদিক অনিন্দ্য টিটো ও ফ্যাশন ডিজাইনার ওয়ালীউদ্দিন সুজন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রিনিটির মডেল কোরিওগ্রাফার ও নৃত্য পরিচালক অনন্য বড়–য়া। একদিনের এই কর্মশালায় নগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫০ জন তরুণ-তরুণী অংশ নেন। কর্মশালায় অংশগ্রহনকারীদের মডেলিং-এর ওপর তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষক শাহরুখ আমীন বলেন, ঢাকায় বর্তমানে নামকরা দশজন র‌্যাম্প মডেলের মধ্যে আটজনই চট্টগ্রামের। শখের বশে না এসে যদি পেশা হিসেবে নেওয়ার মানসিকতায় এলে মডেলিংয়ে সাফল্য নিশ্চিত। চট্টগ্রামের তরুণ-তরুণীদের মধ্যে এ পেশায় সফল হওয়ার সব যোগ্যতাই রয়েছে। শুধু দরকার লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।