ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চোখের ভাষা

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২
চোখের ভাষা

চোখের ভাষায় মনের কথা। চোখের অভিব্যক্তি বলে বোঝানো সম্ভব নয়।

শুধু সুন্দর একটি চাহনী কোনো কথা না বলেও অনেক কিছু বোঝাতে পারে। আমাদের রূপ-সৌন্দর্য প্রকাশে চোখের বড় ভূমিকা রয়েছে। আর তাই সাজের ক্ষেত্রে চোখের সাজ হতে হবে আকর্ষণীয় এবং নিখুঁত। খুব অল্প সময়ে চোখ সাজানোর কিছু টিপস আপনাদের জন্য:

  • চোখের আকারের ওপর নির্ভর করে চোখ সাজান
  • চোখের পাতা ও ভেতরের দিকে প্রথমে হালকা রঙ-এর আইশ্যাডো দিন
  • পরে চোখের পাতার ওপরের দিকে এবং ভ্রুর নিচে গাঢ় আইশ্যাডো লাগান
  • ভ্রু শেষ অংশ থেকে নিচে সাদা আইশ্যাডো দিয়ে হাইলাইট করুন
  • এবার চিকন আইলাইনার বা কাজল চোখের ওপরের পাতায় এবং বাইরের কোণ পর্যন্ত টেনে দিন
  • নিচের পাতায় খুব চিকন করে কাজল দিন
  • চাইলে নিচের পাতায় কাজল না দিয়ে শুধু মাশকারা দিতে পারেন
  • চোখের ওপরের পাপড়িতে দুইবার মাশকারা দিন এতে চোখ বড় ও সজীব লাগবে
  • চোখের নিচের পাতার কোণের সঙ্গে কাজল টেনে ওপরের অংশের সঙ্গে মিলিয়ে দিন
  • চোখে ভাসা ভাসা একটা ভাব আনতে আঙুল দিয়ে চোখের ওপরের পাতার কাজল একটু ওপরের দিকে ঘষে মিশিয় দিন।  

চেহারা, ব্যক্তিত্ব, পোশাক এবং উপলক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে চোখ সাজান হয়ে উঠুন সবার মাঝে নজরকাড়া।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।