ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার নিজের তৈরি মুখোশ

যাকারিয়া ইবনে ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
এবার নিজের তৈরি মুখোশ

 

বর্ষবরণকে সামনে রেখে নিজেই নিজের পছন্দমতো ডিজাইনের মুখোশ বানাতে পারেন।

প্রথমেই মাটি দিয়ে পছন্দমতো একটি কাঠামো তৈরি করে নিতে হবে।

নিজের কল্পনাকে মাটি দিয়ে ফুটিতে তুলতে হবে অর্থাৎ হাস্যরস, ভয়ানক, পশুপাখির মুখ বা ইচ্ছা মতো একটা অবয়ব ফুটিয়ে তুলতে হবে। এরপর এটি ছায়ায় শুকাতে হবে। সাবধান থাকতে হবে কেননা খুব বেশি রোদে মাটির মুখোশে ফাটল ধরতে পারে। এরপর শুকনো মুখোশটিতে ভালোভাবে গ্রিস লাগাতে হবে যাতে মুখোশটির উঁচুনিচু ভাব দূর হয়ে যায়।

গ্রিস লাগিয়ে মাটি মসৃণ হলে একেবারে হালকা পলিথিন মুখোশটিতে লাগিয়ে দিন। খেয়াল রাখতে হবে যেন প্লাস্টিকটি সর্বত্রই সমানভাবে লাগে। এরপর ময়দা দিয়ে আঠালো লেই বানাতে হবে। আঠালো ময়দার মধ্যে তুঁতে মেশাতে হবে। তুঁতে ময়দাকে বিষাক্ত করে ফেলবে তাই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর ছোট-ছোট কাগজ লাগাতে হবে পুরো মুখোশটিতে তারপর আঠা।

আবার কাগজ এভাবে ৫-৬ বার লাগাতে হবে। মনে রাখতে হবে, কাগজগুলো যেন মুখোশটির চেয়ে বড় হয়। এরপর মুখোশটি রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পর মাটির অংশটি আলাদা করতে হবে। মুখোশটি উল্টো করে আবার শুকাতে হবে। কাগজের মুখোশটি ভালোভাবে শুকানোর পর সাদা অক্সাইড পাউডারের সঙ্গে প্লাস্টিক পাউডার মিশিয়ে ভালোভাবে রঙ করুন। লক্ষ্য রাখুন মুখোশটি যেন ভালোভাবে সাদা হয়।

এরপর মুখোশটির ওপর তিন-চারবার সাদা রঙ করে শুকিয়ে নিয়ে ইছামতো রঙ দিয়ে রাঙিয়ে তুলুন পছন্দের মুখোশ।  

মুখোশের কেনাবেচা : যারা মুখোশ তৈরি না করে সরাসরি কিনতে চান তাদের জানিয়ে দিচ্ছি বেশকিছু দোকানের খোঁজখবর যেখানে মুখোশ পাবেন।  

চারুকলাসহ বেশকিছু প্রতিষ্ঠানে মুশোখের বেচাকেনা হচ্ছে। শাহবাগের বিভিন্ন দোকানে কাগজের মুখোশের দাম পড়বে ৭০-১২০ টাকা, পেপার ম্যাশ মুখোশের দাম ৪০-১ হাজার টাকা, শোলার মুখোশ পাওয়া যাবে ৪০০-১ হাজার ২০০ টাকায়। চারুকলার গ্যালারিগুলোতে বৈচিত্র্যময় মুখোশ প্রদর্শনী ও বিক্রি হচ্ছে দাম পড়বে ৩০০-৬০০ টাকা। ফুটপাতে হরেক রকম মুখোশ পাবেন ৩০-৭০ টাকায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।