ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছাতা নিয়েছেন?

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ২, ২০১২
ছাতা নিয়েছেন?

বাদল দিনের প্রথম কদমফুল দেখতে কার না ভালো লাগে। অথবা ঝুম বৃষ্টিতে ইলিশ ভাজা আর খিচুরি খেতে।

বৃষ্টির মৌসুম চলে এসেছে। ঘরে বসে বৃষ্টি উপভোগ করার সুযোগ আমাদের এখন আর খুব একটা হয় না বললেই চলে। যা-ই করি না কেন, বাইরে তো যেতেই হয়।
 
ভালো আবহাওয়া দেখে বের হচ্ছেন কিন্তু আপনি তো জানেন না, রাস্তায় বের হতেই শুরু হবে বৃষ্টি। কী আর করা, কাকভেজা হয়ে ঠাণ্ডা লাগানো, তারপর জ্বর। একটু সচেতন হলে কিন্তু আপনাকে এতটা ঝক্কি পোহাতে হবে না। বেরুনোর সময় খেয়াল করে ছাতাটি সঙ্গে রাখুন। দেখবেন প্রয়োজনে কেমন কাজে দিচ্ছে।

আজকাল অনেক ফ্যাশনেবল ছাতা পাওয়া যায়। সারা দেশেই এসব ছাতা আপনি সাধ্যের মধ্যেই পেতে পারেন। এই ছাতা রাখতে ব্যাগে খুব বেশি জায়গাও নেয় না। রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গাউসিয়া মার্কেটসহ দেশের সব জায়গায়ই আপনি সুন্দর ছোট ছাতা  পাবেন। এগুলোর মান অনুযায়ী দাম নির্ভর করে। তবে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যেই আপনি পছন্দের ছাতাটি পেয়ে যাবেন।

মডেল: মিম
মেকআপ: ওমেন্স ওয়াল্র্ড
ছবি: নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।