ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

চোখে ভাইরাসের সংক্রমণ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ২৮, ২০১২
চোখে ভাইরাসের সংক্রমণ

চোখে উঠলে চোখের পাতা ফুলে ওঠে কিংবা লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, ময়লা জমে, চোখ খুলতে কষ্ট হয়। সাধারণত চোখে ময়লা, ধূলাবালির মাধ্যমে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এমন হয়।

যে কোনো বয়সেই চোখ উঠতে পারে। চোখ উঠলে হালকা গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখুন, চোখের পাতাগুলো খোলা রাখুন, চোখে কালো চশমা পরুন। বাইরের খোলা পরিবেশে না যাওয়াই ভালো।

যেসব কারণে বিশেষত এলার্জিক কোনো বস্তু, কেমিক্যালসের জন্য চোখ ওঠে সেসব থেকে দূরে থাকতে হবে।

 চোখ ব্যথা হলে, চিকিৎসকের পরামর্শ নিন।

কোনো ভাবেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না।

খুব ব্যথা হলে কখনোই চোখ ওঠাকে অবহেলা করা যাবেনা। এটি থেকে কর্নিয়ায় ঘা, এমন কি কর্নিয়া ছিদ্র হয়ে চোখ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে।

চোখ ওঠা সংক্রমিত মানে একজনের হলে পরিবারের অন্যদেরও হতে পারে। এজন্য কারও চোখ উঠলে অন্যরা তার ব্যবহার কোনো কিছু ব্যবহার করবেন না।

বেশিরভাগ সময় চোখ ওঠা এমনিতেই ভালো হয়ে যায়। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।