ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বুক কেয়ার অ্যান্ড রিডিং কর্নার

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুন ১২, ২০১২
বুক কেয়ার অ্যান্ড রিডিং কর্নার

বই আমাদের জানার পথ প্রসারিত করে। প্রতিটি ঘরেই একটি জায়গা বইয়ের জন্য থাকা প্রয়োজন।

শুধু দামিদামি বই কিনে সেলফে সাজিয়ে রাখলে হবে না। নিয়মিত ভালো ভালো বই পড়ুন আর বই অনেক দিন ভালো রাখতে বইয়ের যত্ন নিন।

যা করতে হবে:

  • বই ভাঁজ করে ভেঙে পড়বেন না
  • খাওয়ার সময় বই পড়া ঠিক নয়। খাবারের দাগ লাগতে পারে
  • বই এলোমেলো করে রাখবেন না
  • কলম বা পেনসিল দিয়ে অকারণে বইয়ে দাগ দেবেন না
  • বইয়ের মধ্যে ফুল বা অন্য কিছু রাখবেন না
  • পাতা ভাঁজ করে রাখা ঠিক নয়,
  • বই সব সময় পানি থেকে দূরে রাখুন
  • বইয়ের ওপর ধুলা জমতে দেবেন না
  • শুকনো ও নরম কাপড় দিয়ে বই নিয়মিত পরিষ্কার করুন
  • চাপাচাপি করে রাখলে বই নষ্ট হয়ে যায়
  • পোকামাকড়ের উপদ্রব যাতে না হয় সেজন্য বইয়ের ভেতর ন্যাপথলিন রাখুন
  • ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ১৫ দিন অন্তর বইয়ের সেলফ পরিষ্কার করুন
  • দুর্লভ বইগুলো লেমিনেট বা বাঁধাই করে রাখতে পারেন
  • নিউজপ্রিন্ট কাগজ পানি বেশি শোষণ করে
  • তাই এ কাগজের বইগুলোর দিকে আলাদা যত্ন নিন।

যাদের ঘরে অনেক বেশি জায়গা নেই খুব সহজেই ছবির মতো রাখতে পারেন ছোট একটি রিডিং কর্নার। আসবারের দোকানে রেডিমেট ডেস্ক পাওয়া যায়। আর চাইলে পছন্দ মতো সেলফ এবং পড়ার টেবিল তৈরি করিয়ে নিতে পারেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।