ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ফ্যাশন বাজার নতুন ব্রান্ড ফমকম

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২
ফ্যাশন বাজার নতুন ব্রান্ড ফমকম

দেশের ফ্যাশন বাজারে যুক্ত হলো বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক ব্রান্ড ফমকম। সম্প্রতি  রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে সুবিশাল পরিসরে গড়ে ওঠা ফমকম ব্রান্ডের বাংলাদেশে প্রথম শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন  করেন জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী।

এসময় উপস্থিত ছিলেন ফমকম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এফ এম কবির মহিউদ্দিন, জনপ্রিয় মডেল নীরব, লিথি এ্যাপারেল টুয়েন্টি ওয়ানের চেয়ারম্যান লুৎফা মহিউদ্দিন, লিথি গ্রুপের পরিচালক মো.মনিরুজ্জামান,মো.নাজমুল হক,জিএম জুয়েল আহমেদ ও ফমকমের হেড অব অপারেশন মো.মুজিবুল হকসহ দেশের  গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ,ফ্যাশন ডিজাইনার, সাংবাদিক, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী ও মডেল।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান লিথি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ফমকমের যাত্রা প্রসঙ্গে এফ এম কবির মহিউদ্দিন বলেন, বাংলাদেশে তৈরি বিশ্বমানের পোশাক সুলভমূল্যে ফ্যাশন সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়াই ফমকমের মূল লক্ষ। ফমকমের প্রতিটি তৈরি পোশাকে একজন ক্রেতা ভিন্নতা খুঁজে পাবেন।

মৌসুমী বলেন, শপিং এর জন্য বিদেশমূখীদের পথ অনেকটাই বন্ধ করে দেবে ফমকম। ঈদকে সামনে রেখে ফমকমে নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাকের পাশাপাশি ক্রেতারা বিশ্বখ্যাত নানা ব্রান্ডের গার্মেন্টস ও লেদার পণ্য সুলভমূল্যে কেনার সুযোগ পাবেন। ঠিকানা: হাসিম টাওয়ার ২০৫/১-এ তেজগাঁও-গুলশান লিংক রোড (গুলশান আড়ং এর বিপরীতে)।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।