ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

তাসমিয়া হারবাল অ্যান্ড কেমিকেলসের সেলস্ কনফারেন্স

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৩
তাসমিয়া হারবাল অ্যান্ড কেমিকেলসের সেলস্ কনফারেন্স

দেশের স্বনামধন্য হারবাল প্রসাধনী প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান তাসমিয়া হারবাল অ্যান্ড কেমিকেলস-এর বার্ষিক পরিবেশক-সেলস্ কনফারেন্স ২০১৩ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি, ২০১৩ উত্তরা একটি কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানের পরিবেশকদের নিয়ে কনফারেন্সর অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেড় শতাধিকেরও বেশি ডিলার তথা পরিবেশক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে পরিবেশকদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ তপন, পরিচালক ফাহমিদা আহমেদ, সেলস্ অ্যান্ড মাকের্টিং ম্যানেজার ওবায়দুর রহমার মোল্লা, সহকারি সেলস্ অ্যান্ড মাকের্টিং ম্যানেজার মো: মনিরুজ্জামান খানসহ প্রতিষ্ঠানের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।