ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লেজার ট্রিটে ব্রাইডাল প্যাকেজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
লেজার ট্রিটে ব্রাইডাল প্যাকেজ

বিয়ের এই মৌসুমে দেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত কসমেটিক সার্জারি ক্লিনিক লেজার ট্রিটে ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় ব্রাইডাল প্যাকেজ।

বিয়ের আগে নিজেকে আরও বেশি আকর্ষণীয় ও অনন্যা করে তুলতে এখানে রয়েছে বেশ কয়েকটি সেবা।

এর মধ্যে রয়েছে ব্রাইডালের জন্য প্লাটিনাম গ্লো, গোল্ডেন গ্লো, ডায়মন্ড গ্লো, সিলভার গ্লো, লেজার হোয়াইটিনিং, লেজার হেয়ার রডাকশন, বডি শেইপিং এবং ওয়াইড ম্যানেজমেন্ট, লাইপোলাইসিস, ফিলার বোটোক্স, স্কিন টোনিং (বলি রেখা দূরীকরণ), পিগমেন্টেশন ডার্ক সার্কেল এরাউন্ড আই (চোখের পাশের কালো দাগ দূর) ইত্যাদি।

 লেজার ট্রিটমেন্টের এসব সেবা সম্পূর্ণ ননসার্জিক্যাল এবং ব্যথামুক্ত। সুতরাং আর দেরি না করে আপনার বিয়েকে স্মরনীয় করে রাখতে এবং নিজেকে অনন্যা করে তুলতে আজই আসুন লেজার ট্রিটে।

ঠিকানা : বাড়ি-৩২ (লেভেল-৩), রোড-১১, ব্লক-জি, বনানী।

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।