ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ফ্যাশনে বিশ্বস্ত নাম ইনফিনিটি

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২
ফ্যাশনে বিশ্বস্ত নাম ইনফিনিটি

বতর্মান সময়ে আমাদের ফ্যাশন চাহিদা শুধু দেশের সেলিব্রেটিদের পরা পোশাক বা অন্যান্য অনুসঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের সব কিছু আজ আমাদের হাতের মুঠোয়, আন্তর্জাতিক বাজারে যে পণ্যগুলির চাহিদা রয়েছে তা আমরা জেনে যাচ্ছি মূহুর্তেই।

আমাদের সেই চাহিদা পুরণ করে ফ্যাশন সচেতন তরুণ-তরুণী থেকে শিশু-বৃদ্ধ সবার কাছে পছন্দের প্রিয় পণ্যটি তুলে দিতে নিরলস কাজ করে যাচ্ছে যেকটি প্রতিষ্ঠান তার মধ্যে অন্যতম ইনফিনিটি মেগা মল।

কী নেই এখানে! জামা থেকে জুতা, টি শার্ট থেকে শেরোয়ানি। বিশ্বের সব ভালো মানের কসমেটিক্স। আর পারফিউম কিনতে আবার বাইরে যাবেন কেন?

৩০০র বেশি আইটেম নিয়ে গড়ে উঠেছে মেগা মল ইনফিনিটি। সেদিন বসুন্ধরার লেভেল ৭ এর ইনফিনিটিতে গিয়ে দেখা গেল বারিধারা বসুন্ধরা থেকে শিমুল আর প্রিন্স বিশেষ কারও জন্য উপহার কিনতে এসেছেন। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলেন না।

তারা বললেন, আসলে এখানে এতো সুন্দর আর ভালো মানের উপহার সামগ্রী রয়েছে যে কোনটা রেখে কোনটা নেই বুঝতে পারছি না, শিমুল চাইছে মানিব্যাগ আর কলম নিতে, প্রিন্সের পছন্দ বেল্ট, ঘড়ি।

আসলে শুধু শিমুল প্রিন্স নয় যারা এখানে আসেন প্রত্যেকেই পছন্দের পণ্যটি নিয়েই ফিরতে পারেন।

প্রচার বিমুখ এই প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক মুনিরুল হক খান অত্যন্ত সরলভাবে জানালেন ধীরে ধীরে আজকের এই উঠে আসার গল্প। যা আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য রোল মডেল হতে পারে।

বেশি দিন আগের কথা নয়। চারভাই মিলে একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নেমে পড়লেন পোশাক ব্যবসায়। তাদের আর্থিক পুজির চেয়েও বড় শক্তি সততা, ক্রেতাদের বিশ্বস্ততা, সময়োপযোগী পোশাক তৈরি আর নিজেদের লাভের চেয়ে মানের দিকে জোর দেওয়া। সেই সঙ্গে বৈচিত্রপূর্ণ নিজস্ব ডিজাইন, ক্রেতা বান্ধব একঝাঁক বিশ্বস্ত কমর্ঠ কর্মী আর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

চলবে..

মডেল: ইরা, সানজু, ঐশি
পোশাক: ইনফিনিটি
ছবি: নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।