ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

একুশের চেতনা পোশাকে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৩
একুশের চেতনা পোশাকে

১৯৫২ - ২০১৩, মহান ভাষা আন্দেলনের ৬১ বছরকে সামনে রেখে  শুক্রবার বনানীর অঞ্জন’স-এর আউটলেটে ২১ দিন ব্যাপী পোশাকে বর্ণমালা শির্ষক প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।       

সালাম, বরকত, রফিকদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে কেন্দ্র করে অঞ্জন’স আয়োজন করেছে এই “পোশাকে বর্ণমালা” শীর্ষক পোশাক প্রদর্শনী ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পোশাক ডিজাইনার চন্দ্রশেখর সাহা, অঞ্জন’স-এর সত্ত্বাধিকারী শাহীন আহমেদসহ অন্যান্য ডিজাইনার এবং মিডিয়া ব্যক্তিত্বরা।

এবারের কালেকশনে তুলে ধরা হয়েছে আমাদের বর্ণমালা ও ২১ শের চেতনা। সাদা,কালো, লাল, এ্যাশ রঙে ব্যবহার করা হয়েছে পোশাকগুলো। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও শিশু-কিশোরদের জন্য সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট পাওয়া যাবে এ আয়োজনে। অঞ্জন’স-এর সকল শাখায় সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রর্দশনী চলবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।