ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বৈশাখী প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৩
বৈশাখী প্রদর্শনী

ফ্যাশন হাউস বিবিআনা। প্রতি বছরের মতো এবারের বৈশাখেও সৃজনশীলতার সম্ভার নিয়ে ৩০শে মার্চ ১৩ইং তারিখ বিকেল ৫টায় বিবিআনার বাড়ি-৬, রোড-৫, ধানমন্ডির আউটলেট-এ শুরু করেছে ভিন্ন ধারার এক বৈশাখী পোশাকের প্রদর্শনী।

এই প্রদর্শনী চলবে পহেলা বৈশাখ পর্যন্ত বিবিআনার প্রতিটি আউটলেটে।

এ প্রদর্শনীতে ফিতা কেটে উদ্বোধন করেন শিল্পী আবদুস শাকুর শাহ্ ও ভাস্কর শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী।

বাঙালির সার্বজনীন উৎসবে বিবিআনার এবারের আয়োজন বরেণ্য চিত্রশিল্পী অবদুস শাকুর শাহ্ চিত্রকলার অনুপ্রেরনায় সৃজিত “মলুয়া” কালেকশন।

দেশজ ভঙ্গিতে ঐতিহ্যের ধারাবাহিক চর্চায় বিবিআনার অংশগ্রহণ অব্যাহত। এই ধারাবাহিক আয়োজনে শিল্পীর চিত্রকলা বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে পোশাকের ক্যানভাসে।  

বিবিআনার এবারের বৈশাখী সম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তা বিভিন্ন ধুতি সালোয়ার পাঞ্জাবি ও শিশুদের পোশাক গহনা ও ব্যাগ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।