ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নতুন ফ্যাশন হাউস ফোঁড়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৩
নতুন ফ্যাশন হাউস ফোঁড়

জেলা প্রতিনিধি যশোর: যশোরে ফ্যাশন সচেতনদের চাহিদা মেটাতে যাত্রা শুরু করেছে নতুন ফ্যাশন হাউস ‘ফোঁড়’।

শনিবার দুপুরে শহরের কাপুড়িয়াপট্টিতে ‘ফোঁড়’ এর উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।

এসময় ফেরদৌস বলেন, রাজধানীর বাইরেও আজকাল দেশীয় ফ্যাশনেবল পোশাক সবার কাছে পৌঁছে যাচ্ছে ‘ফোঁড়’ এর মতো হাউসগুলোর মাধ্যমে। তিনি আরও বলেন, উন্নতমানের দেশি কাপড়  আর লোকজশিল্পের নকশায় হাউসটির পোশাকগুলো সত্যি নজরকাড়া, আশা করছি সবাই এগুলো পছন্দ করবেন।

প্রতিষ্ঠানটির পোশাকের দামও সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে বলে বাংলানিউজকে জানান অনুষ্ঠানে আসা অতিথিরা। ফ্যাশন হাউস ফোঁড়ের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সাবেক সেক্রেটারি তৌহিদুর রহমান, যশোর অর্গানিক অ্যাগ্রোর পরিচালক মাহমুদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন চৌধুরী।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।