ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

কাভাকাভায় বর্ষার জুতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
কাভাকাভায় বর্ষার জুতা

নারীদের পছন্দের জুতা কাভাকাভা। এই বর্ষাকে কেন্দ্র করে এনেছে নতুন ডিজাইনের জুতা।

পোশাক যে রংয়েরই হোক না কেন সে রংয়েরই জুতা মিলবে কাভাকাভায়।

কারণ কাভাকাভা সব সময় নানা রং-এ জুতা তৈরি করে। ১০০% দেশি চামড়া, পাথর, চুমকি ও দেশি সিল্ক কাপড় দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি জুতা।

মেয়েদের প্রিয় সু-প্রস্তুত কারক প্রতিষ্ঠান কাভাকাভা প্রতিটি শোরুমে টেকসই এ জুতাগুলো পাইকারী ও খুচরা বিক্রি করা হচ্ছে। পাওয়া যাচ্ছে সানরাইজ প্লাজা (২য় তলা) মিরপুর রোড, বিশাল সেন্টার (গ্রাউন্ড ফ্লোর), উত্তরা টাওয়ার (২য় তলা) সেক্টর-৩ এবং ইস্টার্ন প্লাস (২য় তলা) শান্তি নগর, হ্যাপি অর্কিড (২য় তলা) রোড ৩, ধানমন্ডি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।