ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

একসঙ্গে ১৬ নাইট কুইন!

আশরাফুল আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
একসঙ্গে ১৬ নাইট কুইন!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া ছাত্রী হলে ফুটেছে ১৬ টি নাইট কুইন ফুল। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ওই হলের বাগানের ফুল গাছগুলোতে ফুল ফোটে।

নাইট কুইন ফুলের বৈশিষ্ট্য অন্যান্য ফুলের থেকে একটু আলাদা। বছরের মাত্র একদিনে এবং রাতের কোনো এক সময় ফোটে এবং সেই রাতের অন্ধকারেই হয় তার জীবনাবসান । এর ফলে ফুলটিকে সচরাচর দেখা যায় না। ফুল গাছগুলোর জন্ম হয় পাতা থেকে। আর সেই পাতা থেকেই প্রস্ফুটিত হয় অসাধারণ নাইট কুইন ফুলের।

একরাতের এই ফুলগুলোকে দেখতে ভিড় জমায় ওই হলের ছাত্রীরা। ফুল দেখতে এসে ওই হলে শিক্ষার্থী তানি, নুপুর ও সীমা জানায়, অনেক সুন্দর এই ফুলগুলো দেখে সবাই আসলেই মুগ্ধ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।