ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শাহরুখের রাজকীয় লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
শাহরুখের রাজকীয় লাইফস্টাইল

শাহরুখ খান পৃথিবীর সফল চলচ্চিত্র তারকা। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক এবং টিভি উপস্থাপক।

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে কাজ শুরু করেন। স্ত্রী গৌরী খান ছেলে আরিয়ান খান, কয়েক মাসের ছোট্ট আবরাম ও মেয়ে সুহানা খানকে নিয়ে তার সুখের সংসার।  

বলিউডের এই কিং খান সম্পর্কে নতুন করে পরিচয় দেয়ার কিছুই নেই। ভারতের মতো বাংলাদেশেও তিনি সমান জনপ্রিয়। গত ২ নভেম্বর ছিলো এই জনপ্রিয় তারকার জন্মদিন। আমরা সিনেমার পর্দায় তাকে দেখি। তার আনন্দ এবং দুঃখ দুটোই সমানভাবে আমাদের ছুঁয়ে যায়। তার ব্যক্তিগত জীবন আর উচ্চভিলাসী জীবন যাপন নিয়েও তাই ভক্তদের আগ্রহের কমতি নেই।

আসুন জানার চেষ্টা করি পর্দার বাইরের কিং খানের রাজকীয় লাইফস্টাইল।

বা/mannatড়ি: শাহরুখ খানের রয়েছে বিলাসবহুল দুইটি বাড়ি। একটি মুম্বাই আর অন্যটি দুবাই-এ। সমুদ্রের পাশে মুম্বাইয়ের সুইট হোম মান্নাত-এর প্রতিটি কক্ষ সাজানো স্বপ্নের মতো করে। এই বাংলোতে সুপার স্টার বাস করেন। বাড়ির প্রতিটি ‍অংশ জানান দেয় বাদশাহি রুচি আর আভিজাত্য।

দুবাইয়ের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি হলো তাল গাছ সদৃশ  রহস্যে ঘেরা কৃত্তিম দ্বীপ, পাম জুমেইরাহ। অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত এক পর্যটন স্পট। এখানে রয়েছে তার নিজস্ব ফ্লাট। শাহরুখ খান জনপ্রিয় চ্যানেল টিএলসি কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য পাম জুমেইরাহের ফ্লাটটিই তার বেশি প্রিয়।

গাড়ি: দারুণ সৌখিন শাহরুখের কাছে তার গাড়িগুলো অভিনয়ের মতোই প্রিয়। মিত্সুবিশি পাজেরো , বিএমডব্লিউ, রোলস রয়েসসহ বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির গর্বিত মালিক কিং খান। car

পোশাক ও অনুসঙ্গ
শাহরুখ খানের প্রথম পছন্দ‍ জিন্স ও টিশার্ট। তবে ব্লেজার বা শেরোয়ানিতেও সমান স্বচ্ছন্দ তিনি। অনুষ্ঠান অনুযায়ী পোশাক নির্বাচনে সব সময়ই স্ত্রী গৌরির পরামর্শ মেনে চলেন তিনি। বিশ্ব বিখ্যাত ব্রান্ড ওমেগার ব্র্যান্ড অ্যাম্বাসিডর স্টা‌লিশ শাহরুখ।

বৈদ্যুতিক গ্যাজেট
শাহরুখ চলচ্চিত্রে কাজ করেন এবং মুভি দেখতেও পছন্দ করেন। তার বাংলোতে প্রতিদিন কম হলেও একটি ফিল্ম দেখেন তিনি। তার প্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিডিওকন। এই কোম্পানির সঙ্গে তার সম্পর্ক অনেক পুরনো। প্রথম দিল্লি থেকে মুম্বাই আসার পর তার মা  এই ব্র্যান্ডের একটি টেলিভিশন উপহার দেন। যা আজও তার বাড়িতে রয়েছে।  তার বাড়িতে ছেলে আরিয়ানের ঘরে তার প্রিয় ভিডিও গেমস খেলার জন্য  প্লাজমা টিভি আছে। প্রযুক্তিবান্ধব শাহরুখ হোম থিয়েটার, নোটবুক, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, হ্যান্ডিক্যামসহ নানা পণ্য বিশ্বের বিভিন্ন নাম করা ব্র্যান্ড থেকে নিয়েছেন। food

খাবার: অন্য বিষয়গুলো নিতে তিনি যতটা খুতখুতে, খাবারের বিষয়ে ততটা নয়। খুব স্বাভাবিক এবং সাধারণ খাবার খেতেই পচ্ছন্দ করেন তিনি। শাহরুখ খানের প্রিয় খাবার তান্দুরি চিকেন। জেনে অবাক হবেন, চাইনিজ বা থাই রেস্ট্রুরেন্টে গিয়েও তিনি তান্দুরি চিকেনের খোঁজ করেন। তবে ডিমের প্রতি রয়েছে তার আলাদা দুর্বলতা। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দিনে একাধিক ডিম খান শাহরুখ।

কেনাকাটা: শপিং করতে কার না ভালো লাগে। আর যদি কেনাকাটা করার জন্য থাকে অফুরন্ত অর্থ। হুম শাহরুখ খানের শপিং-এর জন্য সব চেয়ে পছন্দ হচ্ছে নিউ ইয়র্ক। প্রিয় সুগন্ধি বা ঘড়ি, ব্লেজার আর শীতের জ্যাকেট ঘুরে ঘুরে শপিং করতে চান নিউ ইয়র্ক গেলেই।

অবসর: ব্যস্ততম অভিনেতা শাহরুখ সব সময় চেষ্টা করেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরতে। কারণ সন্তানদের সঙ্গে গেমস খেলেতে আর প্রিয় স্ত্রীকে নিয়ে সময় কাটাতে, ছবি দেখতেই সবচেয়ে ভালো লাগে তার। mannat2

খেলা প্রিয়: শাহরুখ খান ক্রিকেট খেলার দারুণ ভক্ত। তাই তো  ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এ কলকাতা নাইট রাইডার্স দলই কিনেছেন।

শাহরুখ খান অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। তিনি ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর SRK_awardমধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।

ভারতের সবচেয়ে জনপ্রিয় সুপার স্টার অর্থসম্পদের দিক দিয়েও রয়েছেন ধনীর তালিকায়। তার অর্থ সম্পদের পরিমাণ প্রায় ৩০০০ কোটি রুপি। নিউজউইক তাকে বিশ্বের অন্যতম ক্ষমতাশীল ব্যক্তির খেতাব দিয়েছে।

for more info: https://www.facebook.com/bnlifestyle

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।