ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

চাই ফ্যাশনেবল ব্যাগ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৩
চাই ফ্যাশনেবল ব্যাগ

আমাদের ব্যস্ত জীবনে অনেক জায়গায় যেতে হয়। কখনো অফিসে, শপিং-এ, ভার্সিটিতে কখনো পার্টিতে।

প্রতিটি জায়গার জন্য সাজ পোশাকের যেমন ভিন্নতা রয়েছে। তেমনি জায়গা বুঝেই ব্যাগও চাই আলাদা অালাদা। এটি প্রয়োজন এবং ফ্যাশন দুটো দিক মাথায় রেখেই নির্বাচন করতে হয়। কারণ একটি ছোট্ট ব্যাগ আমাদের ব্যক্তিত্বে যোগ করে ভিন্ন মাত্রা।

আর সব সময়ের প্রয়োজনীয় এই অনুসঙ্গটির রয়েছে নানা আকার এবং ধরন। ব্যাগ

ব্যাগ কেনার সময় কেমন পরিবেশে কোন ব্যাগ ব্যবহার করতে হয়, এবিষয়টির দিকেও লক্ষ রাখতে হয়। যেমন অফিসের জন্য কয়েকটি চেম্বারসহ ব্যাগ। যেন প্রয়োজনীয় জিনিসগুলো সুবিধা মতো জায়গায় রাখা যায়। আর খুব সহজে খুঁজে পাওয়া যায়।

একটু বড় আকারের এই ব্যাগগুলো চামড়া বা কাপড় দিয়ে তৈরি হয়। তবে দেশি ফ্যাশন হাউসগুলোতে পাট দিয়ে তৈরি ফ্যাশনেবল ব্যাগও পাওয়া যায়। ৬০০ থেকে ২০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন পছন্দের ব্যাগ।

ব্যাগ ২পার্টিতে যাওয়ার জন্য কিনতে হবে ফ্যাশনেবল ক্ল্যাচ ব্যাগ। অবশ্যই ছোট আকারের। পার্টি ব্যাগের ক্ষেত্রে মখমল বা কাতান কাপড়ে মোড়ানো পাথর বসানো ব্যাগগুলো আজকাল বেশি চলছে। ১০০০ থেকে ৩০০০ টাকার মধ্যেই পাবেন ক্ল্যাচ ব্যাগ।

পুতি আর পাথরের ছোট ব্যাগের দুনিয়ায় ঘটে গেছে নিঃশব্দ বিপ্লব। বটুয়া ব্যাগ ফিরে এসেছে নতুন রূপে। জমকালো পার্টিতে বটুয়া দারুণ মানানসই।

দাম ৩৫০ থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত। রুচি আর সাধ্যের মধ্যে সমন্বয় ঘটিয়ে দু’একটা ‘বটুয়া’ স্টকে রাখতেই পারেন।  

কলেজ ভার্সিটিতে যাওয়ার জন্য প্রয়োজন ফ্যাশনেবল কাঁধে ঝোলানো ব্যাগ। ৬০০ থেকে ২০০০ টাকার মধ্যে পাওয়া যায় এই ব্যাগগুলো।  

প্রযুক্তির এই সময়ে চাকরিজীবী বা ছাত্রছাত্রী সবার সঙ্গে থাকে কিছু প্রযুক্তি পণ্য। যেমন মোবাইল, ল্যাপটপ, নোটবুক। এগুলো বহনে কিছুটা সতর্কতা প্রয়োজন। তাই এগুলো রাখার জন্য ব্যাগ কেনার সময় দেখে শুনে কিনতে হবে। ব্যাগের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকে। আর ব্যাগের বাইরের আবরণ যেন ফোম দেয়া থাকে। ১৫০০ থেকে ২৫০০ টাকায় ব্যাগগুলো কিনতে পাবেন।  

ব্যাগ ৩এছাড়া বাচ্চা নিয়ে কোথাও যেতে হলে চাই একটু বড় আকারের ব্যাগ।

রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা সিটি, আজিজ সুপার মার্কেট, গাউসিয়া, চাঁদনীচক, রাপা প্লাজা, গুলশানের পিংক সিটি, ফ্যাশন হাউস রঙ, নগরদোলা, অঞ্জন’স সহ দেশের সব শপিং সেন্টারেই রয়েছে নানা ধরনের ব্যাগের সম্ভার। দেশি, চাইনিজ ও থাইল্যান্ডের ব্যাগই বেশি পাওয়া যায় আমাদের দেশে। ব্যাগের মান এবং আকারের ওপর নির্ভর করে এগুলোর দাম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।