ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শীতের অঞ্জন’স

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩
শীতের অঞ্জন’স

শুধু শীত তাড়াতে শীতের পোশাক ব্যবহারের চল বহু আগেই উঠে গেছে স্টাইল দুনিয়া থেকে। চলতি ফ্যাশন স্টেটমেন্টে তাই যুক্ত হচ্ছে ট্রেডিশনাল বা পাশ্চাত্য ঘরনার শীত পোশাক।

ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স এবারের শীত পোশাকের আউটলাইনে যুক্ত করেছে ডিজাইন শাল, ওভেন চেক কোট, পঞ্চ, হুডিসহ নানা ডিজাইনস ওয়ার। ফেব্রিক হিসাবে খাদি, কটন- লিলেন কে প্রাধান্য দেয়া হয়েছে। ডিজাইনে শীতের শালে প্রাধান্য দেয়া হয়েছে এপ্লিক, মেশিন এম্ব্রয়ডারি।

রঙ বৈচিত্র্যের শীতের ক্যাজুয়াল ও পার্টি ওয়ার হিসাবে অঞ্জন’স এর ট্রেন্ডি পোশাকগুলো দিবে ভাইব্র্যান্ট উইনটার লুক।  

anjans-winter

ফেসবুকে নতুন ডিজাইনের পোশাকের আপডেট জানতে ভিজিট করতে পারেন  www.facebook.com/anjans.bd এই ঠিকানায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।