ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মিস্টার পারফেক্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩
মিস্টার পারফেক্ট

জানেন তো একটা সময় ছিলো যখন শুধু এবং শুধুমাত্র পুরুষদেরই পছন্দের মূল্য ছিলো কোনো সম্পর্ক নির্বাচনে। সেখানে একজন নারীকে একটি পুতুলের বেশি মূল্যায়ন করা হতো না।

যার কাজ শুধু সব কিছুতেই মাথা নিচু করে স্বীকার করে সম্মতি জানানো।

কিন্তু দিন পাল্টেছে। এখন নারীদের পছন্দ অপছন্দের মূল্য পরিবার এবং সমাজে প্রতিষ্ঠিত।

বিশেষ করে জীবন সঙ্গির বিষয়ে একজন নারীর মতামত গুরুত্বের সঙ্গে দেখা হয়। এমন কী একজন পুরুষও যথেষ্ট সচেতন থাকেন নিজেকে সঙ্গির জন্য পারফেক্ট করে উপস্থাপন করতে।

নতুন এক জরিপে দেখা গেছে নারীর কাছে তাদের আদর্শ পুরুষকে(মিস্টার পারফেক্ট) হতে যে গুণাবলী থাকতে হবে:

প্রথমত তাকে সুশিক্ষিত হতে হবে।
মাসিক আয় হবে সিক্স ডিজিটshanju
লম্বা হতে হবে
শরীর হতে হবে একদম ফিট (নিয়মিত জিম করা)
কালো চুল
ক্লিন শেভ, স্মার্ট পোশাক, আশাক
জুতা ঘড়ি মোবাইলের ব্র্যান্ডও চাই বিশ্বসেরা সাম্প্রতিক মডেলের
ধূমপান বা অন্য কোনো মাদকে আসক্ত না হওয়া
১৫ মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে বাইরে যেতে পারে।
পরিবারে থাকতে পছন্দ করে, অবসরে পরিবারের সবার সঙ্গে সময় কাটাবে এবং বাইরে ঘুরতে যাবে।
খেলা দেখতে পছন্দ
কেনাকাটা ভালোবাসে
সঙ্গির পছন্দ অপছন্দ এবং নিরাপত্তা, মন খারাপ সব বিষয়ে সব সময় খেয়াল রাখবে
ড্রাইভিং জানবে। শুরুতে গাড়ি না হলেও স্টাইলিশ একটি বাইক তো থাকতেই হবে।

নিজে মজা করবে হাসতে জানবে, অন্যের সময়টিও করে তুলবে আনন্দময়।
যে কোনো আড্ডায় তিনিই হবেন মধ্যমণি।

মডেল: সানজু
ছবি: নূর

বন্ধুরা আরও নানা বিষয়ে জানতে ও আপনার মতামত জানাতে https://www.facebook.com/bnlifestyle

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।