ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সিলেটে সাইকেল ক্যাফে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৩
সিলেটে সাইকেল ক্যাফে

 সম্প্রতি সিলেটের নয়াসড়ক পয়েন্টে অনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাইসাইকেলের প্রথম ব্র্যান্ডশপ সাইকেল ক্যাফে। এতে করে এখন থেকে দেশি বিদেশি বিখ্যাত ব্র্যান্ডগুলোর বাইসাইকেল সিলেটেই পাওয়া যাবে।

 সাইকেল ক্যাফে’র উদোক্তারা জানান,  আপল্যান্ড, রেলে, লায়ন, নেক্রো, ক্যালিস সহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যন্ডের বাইসাইকেল ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি পাওয়া যাবে এখানে।

সাইকেল ক্যাফে’র উদ্যোক্তা মাসুদ রানা, আব্দুল্লাহ আলইমরান ও কাজী ওহিদ বাংলানিউজকে বলেন, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা এবং যানজট থেকে মুক্তির জন্য ইদানিং বাইসাকেলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশেষত তারুণ্যের ফ্যাশন হয়ে উঠেছে বাইসাকেল। কিন্তু চাহিদা থাকলেও সিলেটে ব্র্যান্ডের বাইসাইকেল পাওয়া যেতো না। এই অভাব পূরণ করতেই সাইকেল ক্যাফে যাত্রা শুরু করেছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।