ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বাটিক সিঙ্গেল কামিজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
বাটিক সিঙ্গেল কামিজ

নগরদোলা ৭ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন জগৎকে নান্দনিক সব ডিজাইনের পোশাক উপহার দিয়ে আসছে

চমৎকার সব ডিজাইনের পোশাকগুলো ক্রেতাদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে

সেই ধারাবাহিকতায় নগরদোলা নিয়ে এসেছে অপূর্ব সব নতুন ডিজাইনের বাটিকের সিঙ্গেল কামিজআমাদের দেশে বাটিক কাপড়ের ব্যবহার বেশ সমাদৃতএই সিঙ্গেল কামিজগুলিতে বাটিক কাপড়ের সাথে অন্য কাপড় ফিউশন করে চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে 

শীত শীত আবহাওয়ার কারণে একটু মোটা কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছেএই ধরণের সিঙ্গেল কামিজগুলি ক্রেতারা জিনস অথবা লেগিংস দিয়ে পরতে পারবেনগুলোতে রয়েছে বৈচিত্র্র্যময় রং এবং প্রতিটি ডিজাইনে রয়েছে ভিন্নতাবর্তমান সময়ের ফ্যাশনের ধারা অনুযায়ী কামিজগুলোর লেন্থ লম্বা করা হয়েছে এবং সেই সাথে থাকছে থ্রিকোয়ার্টার ও ফুল স্লি

মূল্য ধরা হয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে, ৯৯০ থেকে ১২৯০ টাকা পর্যন্তপাওয়া যাবে ধানমণ্ডি, বনানী, গুলশানসহ নগরদোলার সবকটি শোরুমে 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।