ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ওয়েস্টিনে হকার্স মার্কেট!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
ওয়েস্টিনে হকার্স মার্কেট!

বাংলাদেশের অন্যতম বিশ্বমানের চেইন হোটেল দি ওয়েস্টিন ঢাকা তাদের অতিথিদের ডাইনিং  অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতে দৃষ্টি নন্দন পুল সাইড রেস্টুরেন্ট "স্প্ল্যাশ"এ প্রথমবারের মত চালু করেছে হকার্স নাইট  নামের এক নতুন ধারার খাবারের আয়োজন  

বাজারের আদলে সাজানো সারি সারি স্টল থেকে থরে থরে  সাজিয়ে রাখা  হরেক  রকম বৈচিত্র্যময় আকর্ষনীয় খাবার  থেকে এতে অতিথিরা বেছে নেবেন তাদের পছন্দের  খাবার


প্রতি মাসের প্রথম ও  তৃতীয় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এই অভূতপূর্ব  আয়োজনএতে  পরিবেশন করা হয় সুস্বাদু মালয়শিয়ান লাসকা , ফ্লাম গ্রিলড কাবাব ,মুখোরোচক হাইনান চিকেন রাইস, নানান স্বাদের তান্দুর এবং শর্মা, এছাড়াও থাকছে সী ফুড, বার বি কিউসহ আরো অনেক কিছু
এই আয়োজনে প্রতিটি আইটেমের দাম ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে   

যোগাযোগ -৯৮৯১৯৮৮

 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।