ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

দ্যা ফাইনারী

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
দ্যা ফাইনারী

ফ্যাশন ও লাইফষ্টাইলে নতুন মাত্রা যোগ করার প্রত্যয়ে গত ২৪ জানুয়ারি শুক্রবার যাত্রা শুরু করেছে ‘দ্যা ফাইনারী’।

উদ্বোধন করেছেন ‘লাক্স চ্যানেল আই সুপারষ্টার’ ও অভিনেত্রী ‘মেহজাবীন’ ও ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ ও অভিনেত্রী ‘হাসিন’।

দ্যা ফাইনারী’র যাত্রা শুরু হয়েছে বিশ্বের স্বনামধন্য ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে বাংলাদেশের ফ্যাশন বাজারে নিয়ে আসা ও কাষ্টমারের চাহিদা পূরণ করা।

ডলসি এন্ড গাব্বনা, গুচি, স্যানেল, লুইচ ভূট্টো, বারবারি, হুগো বস, ডিওর, ইসাডোরা, ম্যাক, কেলভিন ক্লেইন, ম্যাক্স ফ্যাটার, বডিশপসহ বিশ্বের নাম করা সব ব্র্যান্ডের আসল কালেকশন রয়েছে।

এখানে ব্যান্ডের পারফিউম, টয়লেট্রিস, জুতা, ব্যাগ সহ জুয়েলারি ও স্যালোয়ার-কামিজ পাওয়া যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেহেজাবীন বলেন, ‘আমাদের জন্য এটা খুবই ইতিবাচক যে, প্রোডাক্টগুলো কেনার জন্য এতোদিন আমরা দেশের বাইরে যাবার জন্য অপেক্ষা করতাম, তা এখন এখান থেকেই কিনতে পারব। ’

‘দ্যা ফাইনারী’ শপের কর্ণধার ‘ফারহানা রহমান’ বলেন-

ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য, বিদেশি পণ্য বাজারজাত করণের সাথে সাথে আমাদের ট্রাডিশনাল প্রোডাক্টগুলোকেও আমরা নতুন মাত্রায় পরিচয় করিতে দিতে চাই ক্রেতাদের কাছে। আমরা আশা করি ঢাকা ও দেশের বিভিন্ন স্থানের ক্রেতাদের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে দিতে শিঘ্রই ‘দ্যা ফাইনারী’ তার ব্রাঞ্চশপগুলো চালু করতে পারবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।