ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নতুন শাখায় ভিএলসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
নতুন শাখায়  ভিএলসিসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বাস্থ্য ও রূপচর্চার ভারতীয় প্রতিষ্ঠান ভিএলসিসি বাংলাদেশে তাদের দ্বিতীয় শাখা উদ্বোধন করেছে।

মঙ্গলবার দুপরে ধানমন্ডিতে এ শাখা উদ্বোধন করেন ভিএলসিসির প্রতিষ্ঠাতা মিসেস বন্দনা লুথরা।


 
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দনা লুথরা বলেন, বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি ভিএলসিসির পণ্য ত্বকের যত্ন, চুলের যত্ন ও সূর্যরশ্মী থেকে সুরক্ষা দেবে। ব্যবহারকারীকে করবে স্বাস্থ্যবান। বর্তমানে বিশ্বের ১৬টি দেশের ৩’শ টি স্থানে ভিএলসিসি কার্যক্রম চালাচ্ছে।
 
এসময় বাংলাদেশী মানুষের মধ্যে স্বাস্থ্য ও রূপচর্চার বিষয়ে সচেতনতা বেড়েছে উল্লেখ করেন বন্দনা লুথরা।  

ভিএলসিসির পণ্য পার্লারে ও খুচরা বিক্রি করা হবে। ভবিষ্যতে আরও শাখা খোলা হবে বলেও জানান তিনি।
 
ভিএলসিসির পণ্যের মধ্যে রয়েছে- ভিএলসিসি শরীর পাতলাকরণ ও সুস্থ সবল দেহ (স্লিমিং অ্যান্ড ফিটনেস), ভিএলসিসি পারসোনাল কেয়ার(দেহের যত্ন), ভিএলসিসি প্রাকৃতিক বিজ্ঞান, ভিএলসিসি ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড নিউট্রিশন, ভিএলসিসি দিবা স্পা (ডে স্পা) ও ভিএলসিসি বিউটি জোন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভিএলসিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সন্দীপ অহুজা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সামীর শ্রীবাস্ত।
 
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।