ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গ্রিন টাইগারের নতুন ই-বাইক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
গ্রিন টাইগারের নতুন ই-বাইক

মোটর সাইকেলের তেল খরচ এবং বাড়তি ঝক্কি সামলাতে সামলাতে যারা ক্লান্ত, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে রাশেদ সাইকেল মার্ট।

প্রতিষ্ঠানটির বাজারজাত করা গ্রিন টাইগারে ই-বাইকে এবার যুক্ত হল নতুন মডেল জিটি- ফাইভ প্লাস।

নতুন এ মডেলটি সম্পূর্ণ ব্যাটারি চালিত ই-বাইক। দিনে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে তিনঘণ্টা চার্জ দিলে একটানা ৭০ কিলোমিটার চলে।

শুধু তাই নয়, জিটি- ফাইভ প্লাসে কোনো গিয়ারের ঝামেলা নেই, তাই নিয়ন্ত্রণও সহজ। পরিবেশবান্ধব বলে ঢাকার রাস্তার সঙ্গে সহজেই মানিয়ে যায় গ্রিন টাইগারের এই ই-বাইক। শব্দবিহীন এ বাইক শহরের অলিতে গলিতে সহজেই যেতে পারে। উল্লেখ্য, এরইমধ্যে ব্যাটারি চালিত গ্রিন টাইগারের সবকটি ই-বাইক তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে। আর ক্রয়ক্ষমতা মধ্যে এবং বাড়তি খরচ নেই বলে এখন অনেকেই রাস্তায় চলার সঙ্গী করছেন এ বাইক।

গ্রিন টাইগার ব্র্যান্ডের নতুন জিটি- ফাইভ প্লাস মডেলের দাম পড়বে মাত্র ৭৪ হাজার ৫শ টাকা। পাওয়া যাবে দেশের বেশ কয়েকটি শো-রুমে।

ফোন: ০১৯৭২৪৮৪৪৩৭।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।