ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নানায় নতুন খাবার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
নানায় নতুন খাবার

পুরান ঢাকায় আহ্সান মঞ্জিলের পাশে অবস্থিত নানা (রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার) এনেছে নানা পদের নতুন সব খাবার। জংলি কড়াই, ইরানি দম বিরিয়ানি বা ইরানি মোরগ পোলাও, হারাভারা কাবাবসহ নানা’র নানান খাবার ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভজন রশিকদের কাছে।



কোয়েল পাখি, কবুতর ও পাহাড়ি মোরগ দিয়ে তৈরি হয় জংলি কড়াই। তুর্কি ধাঁচে রান্না করা এই খাবারটি পরিবেশন করা হয় সরাসরি কড়াইতে।

এখানে সরষে ইলিশ, মুরগির রেজালা, গরু বা খাসির মাংসের কালো ভুনা, রেশমি কড়াই, কাশ্মীরি কড়াই, চিংড়ির মালাই কারি, রুপচাঁদা মাছ পাওয়া যায়।

এছাড়াও নানা রকম কাবাব, গ্রিল, পরোটাসহ আছে ফলের রস। কাঠ আর কাচের সঙ্গে মানানসই আলোকসজ্জায় সাজানো এখানকার অন্দর। শিশুদের জন্য আছে খেলার জায়গা। গাড়ি রাখা নিয়েও চিন্তা নেই। প্রতিদিন সকাল আটটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে নানা।

ঠিকানা: নানা, ৩ ওয়াইজঘাট, পাটুয়াটুলি, ইসলামপুর, ঢাকা।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।