ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

রিকশাবিলাস

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
রিকশাবিলাস

বাংলাদেশে যানবাহনে শিল্পকর্ম নগরের অসহিষ্ণু যানজটের মাঝখানে যেন একটুকরো নান্দনিক সুখের পরশ।

বিবিআনা প্রতিবছরে বৈশাখের পোশাকের সম্ভারে ঐতিহ্য ও তার বৈচিত্র্যময় অনুষঙ্গের অনুপ্রেরনায় রচনা করে এসেছে বিভিন্ন বিষয় নির্ভর পরিকল্পনা।



এবারে চট্টগ্রামের রিক্সার ঝালরে অলংকরনের বৈশিষ্ট্য, যা উপজিব্য করে বৈশাখের উৎসবমুখর আনন্দে পোশাকের এক বর্ণাঢ্য সম্ভার তৈরি করেছে। চট্টগ্রামের রিক্সার অলংকরণ শিল্পীদের নিজস্বতা এবং তার শিল্পরূপটিকে ১৪২১ এর বৈশাখী পোশাকে তুলে এনেছে নানাবিধ ভঙ্গিমায় “রিকশা বিলাস”। অফহোয়াইট লালের মধ্যে রিকশার ঝালরের ব্যবহৃত রংগুলোই উপস্থাপিত হয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তী, পাঞ্জাবি, ব্লাউজ পিস ও শিশুদের পোশাকে।

এই পোশাকগুলোই মূলত কটন কাপড়েই করা হয়েছে যা বৈশাখের জন্য অনেক স্বস্তিদায়ক এছাড়াও এন্ডি, মসলিন, হাফ সিল্কের পোশাকও রয়েছে।

মূল্যসীমা বরাবরের মতই সবার সাধ ও সাধ্যের মধ্যে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।