ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অঞ্জন’স এখন রোমে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
অঞ্জন’স এখন রোমে

ফ্যাশনের স্বর্গ ইটালির রোম। এবার দেশীয় ফ্যাশনকে প্রতিনিধিত্ব করতে রোমে আউটলেট খুললো দেশের শীর্ষ স্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স।


দেশের বাইরের এই আউটলেটটিতে দেশীয় মোটিভ প্যাটার্নের পাশাপাশি  থাকছে  পাশ্চত্য ঘরণার পোশাক। শাড়ি, ফতুয়া বা পাঞ্জাবির পাশাপাশি  এসব ডিজাইন বৈচিত্র্যের পোশাক বিদেশিদের জন্যও হবে সাতন্ত্র্যময়।

সম্প্রতি ইতালিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর সৈয়দ মঈনূল হাসানের উপস্থিতিতে ভায়া মারিও মস্কোতে অঞ্জন’স-এর রোম শাখার  উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অঞ্জন’স এর চিফ ডিজাইনার ও পরিচালক লায়লা খায়ের কনক  এবং রোম ব্র্যান্ড আউটলেটটির পরিচালক শিকদার বদরুলসহ স্থানীয় কমিউনিটির গণ্যমান্য অনেকেই।

শোরুমের ঠিকানা : ভায়া মারিও মস্কো ২২ ক্যাপ ০০১৪৭, রোম, ইটালি। ফোন : +৩৯০৬৫৯৬০৩৮২১, + ৩৯৩৯২৮২৮৯৮৮৪










বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।