ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

যে দশটি জিনিস প্রত্যেক মেয়ের সঙ্গে রাখা উচিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, মে ৫, ২০১৪
যে দশটি জিনিস প্রত্যেক মেয়ের সঙ্গে রাখা উচিত প্রতীকী

ঢাকা: নানা কারণে মেয়েদের বাইরে যেতে হয়। অনেক সময় প্রয়োজনীয় জিনিস সঙ্গে না থাকার কারণে বিপদে পড়ার উদাহরণও কম নেই।

সুতরাং আপনি যদি বাইরে বের হতে চান তাহলে পার্সে নিচের জিনিসগুলো আছে কিনা ভালো করে যাচাই করে দেখুন।

১. লিপস্টিক: যদিও কারো প্রতি সকালে মেক-আপ করার সময় না থাকে তাহলে পার্সে লিপস্টিপ নিয়ে বের হওয়া যেতে পারে। এতে করে আপনাকে আরো বেশি গ্লামারাস লাগবে।

২. টাকা: টাকা বিপদের বন্ধু। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবসময় পার্সে পর্যাপ্ত টাকা রাখা উচিত। ডেবিট বা ক্রেডিট কার্ড না রাখাই ভালো।

৩. ট্যাম্পুন বা প্যাড: মেয়েলি সুরক্ষার জন্য ট্যাম্পুন বা প্যাড অবশ্যই সবসময় পার্সে রাখা দরকার।

৪. বেবি ওয়াইড: আপনার বাচ্চা থাকুক আর নাই থাকুক পার্সে এক দুইটা বেবি ওয়াইড থাকা প্রয়োজন। এটি আপনাকে অনেক পরিস্থিতি সামলাতে সাহায্য করবে।

৫. অ্যাস্পিরিন বা টাইলিনল: অনেকবারই হয়ত আপনি বাইরে বের হয়েছেন, আর অমনি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তাই সবসময় হাতের কাছে অস্পিরিন বা টাইলিনল কিংবা ব্যথানাশক ওষুধ রাখুন।

৬. কলম: কথায় আছে অসির চেয়ে মসি বড়। এ প্রবাদ বাক্যটি হাড়ে হাড়ে টের পাওয়া যায় যখন কলমের প্রয়োজন হয়।

৭. ইমার্জেন্সি কনট্রাক্ট নাম্বার: আচমকা যেকোনো বিপদের হাত থেকে বাঁচার জন্য ইমার্জেন্সি নাম্বার সঙ্গে থাকা উচিত।

৮. মেইস বা পিপার স্প্রে: কথায় বলে মেয়েদের পদে পদে বিপদ। তাই নিজেদের নিরাপত্তায় সঙ্গে মেইস বা পিপার স্প্রে এর মতো কিছু রাখা উচিত।

৯. হ্যান্ড স্যানিটাইজার: নানা কারণে হাত ময়লা হতে পারে। তাই সবসময় হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন।

১০. লাইটার অথবা ম্যাচ: ধরে নিচ্ছি আপনি ধূমপান করেন না তারপরও বলব একটি লাইটার বা ম্যাচ সঙ্গে রাখতে পারেন।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।