ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বাংলানিউজে কণা আলম

কপালের বলি রেখা দূর করে বিউটিপ্যাক

লাইফ স্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ১০, ২০১৪
কপালের বলি রেখা দূর করে বিউটিপ্যাক ছবি : নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবদুস সালাম শেখ নামে এক ব্যক্তি বলেছেন, তার বয়স ৩০ বছর। অথচ এই বয়সেই কপালে বলি রেখা পড়ে যাচ্ছে।

 

এ সমস্যার সমাধানে রূপচর্চা বিশেষজ্ঞ কণা আলম বলেন, কপালে বলি রেখা দূর করতে বিউটিপ্যাক ব্যবহার করা যেতে পারে। চন্দন, শঙ্কসহ বিভিন্ন সুন্দর্যবর্ধক উপাদান দিয়ে তৈরি এই বিউটিপ্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে। তবে এটা ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। তাহলে মুখ হালকা টানটান হবে। ফলে ওই বলি রেখা দূর হবে।   

দেশের জনপ্রিয় ওয়েবপোর্টাল বাংলানিউজের আয়োজনে চলছে রূপচর্চা বিষয়ক সমস্যা ও এর সমাধানে সরাসরি প্রশ্ন উত্তর পর্ব।

এই মুহূর্তে বাংলানিউজে উপস্থিত রয়েছেন দেশের বিশিষ্ট রূপচর্চা বিশেষজ্ঞ কণা আলম।

** মুখের অবাঞ্ছিত দাগ দূর করতে স্ক্র্যাবিং
** চুল পাকা সমস্যায় যত্নই একমাত্র সমাধান
** হেয়ারপ্যাকে তেল মিশিয়ে ব্যবহারে কমবে চুলপড়া
** চুলপড়া রোধে টক দই কার্যকরী
** কোকড়ানো চুল স্বাভাবিক করে কন্ডিশনার
** ময়েশ্চারাইজিং লোশন কমায় ত্বকের শুষ্কতা
** রুপচর্চা বিষয়ে সরাসরি প্রশ্নোত্তর

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।