ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বিগ এ কমিউনিকেশন এর

সনদপত্র বিতরন ও ফ্যাশন শো অনুষ্ঠিত

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৪
সনদপত্র বিতরন ও ফ্যাশন শো অনুষ্ঠিত

দ্য বিগ এ কমিউনিকেশন এর যাত্রা বেশি দিনের না। তবে ইভেন্ট ম্যানেজমেন্ট ও মডেল কো-অর্ডিনেটর হিসেবে পরিচিতি পাওয়া এই প্রতিষ্ঠানটি ১৬ মে সন্ধ্যায় একটি ফ্যাশন শো’য়ের আয়োজন করে।

এতে অংশ নেন দ্য বিগ এ কমিউনিকেশনের মডেল গ্রুমিং কোর্স-এর শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির মোট ৩০ জন শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন র‌্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা এবং লুনা।

এ ছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়। অনুষ্ঠানে দ্য বিগ এ কমিউনিকেশন-এর ডিরেক্টর তৌফিক অপু বলেন, ‘গ্রুমিং কোর্সে ফ্যাশন, ফটোগ্রাফি, র‌্যাম্প, মেকআপ, এবং ফটোসেশনের পাশাপাশি আমরা চেষ্টা করেছি তাদের ভালো মানুষ হিসেবে তৈরি করতে। এদিক থেকেই আমরা আমাদের ছেলে মেয়েদের আচরণ এবং সময় জ্ঞানের উপর গুরুত্ব দিয়ে তৈরি করেছি। মিডিয়ায় ক্ষুদ্র একটি অংশে ভালো কিছু দেয়ার তাগিদেই আমাদের এই চেষ্টা’।

মডেল বুলবুল টুম্পা বলেন, ‘অন্যান্য কাজের ক্ষেত্রের মতো মিডিয়াও অন্যতম একটি বিশেষ ক্ষেত্র। কর্পোরেট জগত কিংবা অন্যান্য জগতে যেমন নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয়, এখানেও ঠিক তেমনি। সততা ও নিষ্ঠা ছাড়া কখনই উপরে উঠা যায় না’।

অনুষ্ঠানে ফ্যাশন শো এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তৌফিক অপু ও ভব। আর নৃত্যশিল্পী বৃষ্টি এবং  মাইকেল জ্যাকসনের তালে দর্শকদের মাতান মাইকেল আরিফ।


বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৯মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।